নিচের কোন শব্দটির পুরুষ বাচক শব্দ নেই?
A
বাদী
B
দাত্রী
C
তাদৃশী
D
ডাইনী
উত্তরের বিবরণ
নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে শুধু স্ত্রী বাচক শব্দ বোঝায়। নিত্য স্ত্রী বাচক শব্দের কখনো পুরুষ বাচক শব্দ হয়না। যেমন - সতীন, কুলটা, বিমাতা, পোয়াতী, সধবা, বিধবা, ডাইনি ইত্যাদি।

0
Updated: 1 month ago
'স্বৈর' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
Created: 2 weeks ago
A
স্ব + ঈর
B
সু + ঈর
C
স্ব + ইর
D
স্বঃ + ইর
স্ব + ঈর = স্বৈর হলো একটি নিপাতনে সিদ্ধ সন্ধি।
-
নিপাতনে সিদ্ধ সন্ধি:
যে সমস্ত সন্ধি কোন নির্দিষ্ট নিয়ম অনুসারে সংঘটিত হয় না, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। -
কয়েকটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ:
-
অন্য + অন্য = অন্যান্য
-
কুল + অটা = কুলটা
-
গো + অক্ষ = গবাক্ষ
-
প্র + ঊঢ় = প্রৌঢ়
-
স্ব + ঈর = স্বৈর
-
গো + ইন্দ্র = গবেন্দ্র
-
গো + ঈশ্বর = গবেশ্বর
-
অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী
-
মার্ত + অণ্ড = মার্তণ্ড
-
রক্ত + ওষ্ঠ = রক্তোষ্ঠ
-
সীমন + অত = সীমন্ত
-

0
Updated: 2 weeks ago
'সিংহ' এর প্রতিশব্দ কোনটি?
Created: 1 month ago
A
কুরঙ্গ
B
ভুজঙ্গ
C
মৃগেন্দ্র
D
কুঞ্জর
‘সিংহ’ শব্দের প্রতিশব্দ হলো মৃগেন্দ্র। একই রকম অর্থে ব্যবহার করা যায় আরও কিছু সমার্থক শব্দের মাধ্যমে, যেমন:
-
পশুরাজ
-
কেশরী
-
মৃগেন্দ্র
-
মৃগরাজ
অন্যান্য পশু ও তাদের প্রতিশব্দ:
-
ভুজঙ্গ = সাপ
-
কুরঙ্গ = হরিণ
-
কুঞ্জর = হাতি
উৎস:

0
Updated: 1 month ago
একাধিক বাক্যের মধ্যে অর্থের নিকট-সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে?
Created: 2 weeks ago
A
সেমিকোলন
B
কোলন
C
হাইফেন
D
কমা
সেমিকোলন-চিহ্ন ( ; ) হলো বাক্যের মধ্যে ব্যবহৃত একটি বিশেষ চিহ্ন, যা একাধিক বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি ব্যবহার করা হয় যখন মনোভাব বা ভাব প্রকাশের জন্য একটি বাক্য শেষ করে পরবর্তী সম্পর্কিত বাক্য শুরু করতে কমার চেয়ে বেশি বিরাম প্রয়োজন হয়।
ব্যবহারের মূল দিকগুলো—
-
বাক্যান্তর্গত চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়।
-
একাধিক বাক্যের মধ্যে অর্থের নিকট-সম্বন্ধ থাকলে সেগুলিকে আলাদা করতে সেমিকোলন বসানো হয়।
-
কমার থেকে বেশি বিরাম দিতে চাইলে সেমিকোলন ব্যবহার করা হয়।
উদাহরণ:
-
কোন বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ না।

0
Updated: 2 weeks ago