‘হাতে দূর্বা গজানো’ বাগধারাটির অর্থ কী?
A
ছন্নছাড়া
B
অলুক্ষণে
C
আলসেমির লক্ষণ
D
অতিশয় দূর্বল
উত্তরের বিবরণ
হাড় হাভাতে - বাগধারার অর্থ হলো - লক্ষীছাড়া, কুলক্ষুণে বা অলুক্ষণে। তালপাতার সেপাই - বাগধারার অর্থ হলো - অতিশয় দুর্বল। সঠিক উত্তর - আলসেমির লক্ষণ।

0
Updated: 1 month ago
”তুর্কি-নাচন” বাগ্ধারাটির অর্থ কী?
Created: 1 week ago
A
তুমুল কাণ্ড
B
ক্ষণস্থায়ী
C
অনুসন্ধান
D
তোষামোদ
বাংলা ভাষায় বাগ্ধারার মাধ্যমে নির্দিষ্ট অর্থ বা ভাব প্রকাশ করা হয়, যা সরাসরি শব্দার্থ থেকে বোঝা যায় না। নিচে কিছু বাগ্ধারার সঠিক অর্থ দেওয়া হলো—
-
তুর্কি-নাচন = তুমুল কাণ্ড
-
তাসের ঘর = ক্ষণস্থায়ী
-
টুঁ মারা = অনুসন্ধান
-
তেল মাখানো = তোষামোদ

0
Updated: 1 week ago
‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
অর্থের কুপ্রভাব
B
অপচয়
C
ক্ষণস্থায়ী বস্তু
D
কৃপণের কড়ি
তামার বিষ - অর্থের কুপ্রভাব। তাসের ঘর - ক্ষণস্থায়ী বস্তু। বালির বাঁধ - অস্থায়ী বস্তু। কুল কাঠের আগুন - তীব্র জ্বালা।

0
Updated: 1 month ago
নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক?
Created: 1 month ago
A
বকধার্মিক-বিড়াল তপস্বী
B
মণিকাঞ্চন যোগ-সোনায় সোহাগা
C
ব্যাঙের আধুলি-ব্যাঙের সর্দি
D
অন্ধের যষ্টি-অন্ধের নড়ি
ব্যাঙের আধুলি - সামান্য সম্পদ ব্যাঙের সর্দি - অসম্ভব ঘটনা এই দুইটি বাগধারার মধ্যে কোন মিল নাই।

0
Updated: 1 month ago