A
সুধাংশু
B
শশাঙ্ক
C
বিধু
D
আদিত্য
উত্তরের বিবরণ
সূর্য এর প্রতিশব্দ হলো - আদিত্য। শশাঙ্ক, বিধু, সুধাংশু হলো চাঁদ শব্দের প্রতিশব্দ।

0
Updated: 1 day ago
‘আগুন’ – এর সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
সুবর্ন
B
অনল
C
মার্তণ্ড
D
কর
‘অনল’ শব্দটি বাংলা ভাষায় ‘আগুন’ বা ‘অগ্নি’-র প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়।
-
সুবর্ণ মানে সোনা।
-
মার্তণ্ড মানে সূর্য।
-
কর মানে রশ্মি বা কর (ট্যাক্স)।
সঠিক উত্তর: ✅ খ) অনল

0
Updated: 1 month ago
‘রাত্রি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 1 day ago
A
শর্বরী
B
ত্রিযামা
C
ক্ষণদা
D
ভানু
শর্বরী = রাত্রি, রাতকে বোঝায়।
-
ত্রিযামা = রাত, রাত্রির আরেক নাম।
-
ক্ষণদা = যে ক্ষণ দান করে, অর্থাৎ রাত্রি।
-
ভানু = সূর্য (দিনের প্রতীক, রাতের নয়)।
অতএব, ‘রাত্রি’ শব্দের সমার্থক নয় → ভানু।

0
Updated: 1 day ago
সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-
Created: 1 month ago
A
দীর্ঘিকা, নদী, প্রণালী
B
শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
C
গাঙ, তটিনী, অর্ণব
D
স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
• 'নদী' শব্দের সমার্থক শব্দ:
নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, সরিৎ, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago