A
কৃতজ্ঞ
B
বেঈমান
C
কৃতঘ্ন
D
কৃতগ্ন
উত্তরের বিবরণ
উপাকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ। ঈমান নেই যার - বৈঈমান। উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন।

0
Updated: 1 day ago
‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’- এক কথায় প্রকাশ করলে কী হয়?
Created: 2 days ago
A
প্রত্যুদ্গমন
B
অগ্রগামী
C
শুভ পদার্পণ
D
স্বাগতম
একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে । উদাহরণ: সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্গমন ।

0
Updated: 2 days ago
'ক্ষমার যোগ্য'-এর বাক্য সংকোচন-
Created: 3 months ago
A
ক্ষমার্হ
B
ক্ষমাপ্রার্থী
C
ক্ষমা
D
ক্ষমাপ্রদ
• 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন - ক্ষমার্হ।
আরও কিছু এক কথায় প্রকাশ:
- ‘ক্ষমা করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
- ‘ক্ষমা করতে ইচ্ছুক’ এক কথায় প্রকাশ - তিতিক্ষু।
- ‘প্রশংসার যোগ্য’ এক কথায় প্রকাশ - প্রশংসার্হ।
- ‘স্মরণের যোগ্য’ এক কথায় প্রকাশ - স্মরণার্হ।
- ‘ধন্যবাদের যোগ্য’ এক কথায় প্রকাশ - ধন্যবাদার্হ।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago
‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি?
Created: 1 day ago
A
উক্ত
B
বাচ্য
C
ভবিতব্য
D
বক্তব্য
যা বলা হবে = বক্তব্য। বলা হয়েছে এমন = উক্ত। ভাগ্য বা নিয়তি ভবিতব্য। অনুমান করা হয়েছে এমন অনুমিত।

0
Updated: 1 day ago