A
নির্ভয়
B
প্রত্যয়
C
বিস্ময়
D
দ্বিধা
উত্তরের বিবরণ
সংশয় শব্দের বিপরীত শব্দ প্রত্যয়। ‘বিস্ময়’ শব্দটির বিপরীত শব্দ স্বাভাবিক। নির্ভয় শব্দের বিপরীত শব্দ ভয়।

0
Updated: 1 day ago
“উদ্ধত্য’ শব্দের বিপরীত শব্দ কী?
Created: 5 days ago
A
সরল
B
বিনয়
C
মহানুভব
D
জ্ঞানী
“উদ্ধত্য” শব্দের অর্থ হলো উদ্ধত, অহংকারী, দাম্ভিক, দম্ভশীল।
এটার বিপরীত অর্থ হবে নম্র, বিনয়ী, ভদ্র স্বভাবের।
প্রদত্ত অপশনগুলো দেখলে—
ক) সরল → সোজাসাপ্টা বা জটিলতাহীন। (উদ্ধত্যের সরাসরি বিপরীত নয়)
খ) বিনয় → নম্রতা, ভদ্রতা। (উদ্ধত্যের প্রকৃত বিপরীত) ✅
গ) মহানুভব → দয়ালু, উদার মনের। (আংশিকভাবে বিপরীত হতে পারে, তবে যথাযথ নয়)
ঘ) জ্ঞানী → বিদ্বান, জ্ঞানসম্পন্ন। (সম্পূর্ণ আলাদা অর্থ, বিপরীত নয়)
✅ সঠিক উত্তর: খ) বিনয়

0
Updated: 5 days ago
জঙ্গম-এর বিপরীতার্থক শব্দ কি?
Created: 1 month ago
A
অরণ্য
B
পর্বত
C
স্থাবর
D
সমুদ্র
‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ - স্থাবর।
• জঙ্গম (বিশেষণ),
অর্থ: গতিশীল, চেলমান, সচল।
• স্থাবর (বিশেষণ),
অর্থ: নিশ্চল; স্থির; অসাড়; স্থানান্তরিত করার অযোগ্য।
গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ:
• ‘হর্ষ’ শব্দের বিপরীত শব্দ - বিষাদ।
• ‘সচেষ্ট’ শব্দের বিপরীত শব্দ - নিচেষ্ট।
• ‘আকুঞ্চন’ শব্দের বিপরীত শব্দ - প্রসারণ।
• ‘আবির্ভাব’ শব্দের বিপরীত শব্দ - তিরোভাব।
• ‘অনন্ত’ শব্দের বিপরীত শব্দ - সান্ত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অননাবিল
B
আবিল
C
আবিলতা
D
অনাগত
অনাবিল শব্দের বিপরীত শব্দ আবিল

0
Updated: 1 month ago