A
কুৎসিত মামা
B
সৎ মামা
C
কুচক্রী মামা
D
পাতানো মামা
উত্তরের বিবরণ
শকুনি মামা – এর অর্থ- কুচক্রী লোক বা অনিষ্টকর আত্মীয়।

0
Updated: 1 day ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 week ago
A
আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
B
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত
C
আবশ্যকীয় ব্যয়ে কার্পন্য অনুচিত
D
আবশ্যক ব্যয়ে কার্পন্য অনুচিত
আবশ্যক মানে হলো ― যা অত্যন্ত জরুরি, অপরিহার্য, প্রয়োজনীয়।
-
আবশ্যকীয় শব্দটি প্রমিত বাংলা অভিধান অনুযায়ী ব্যবহারযোগ্য নয়; এটি অপ্রচলিত ও অশুদ্ধ রূপ।
-
কার্পণ্য অর্থ কৃপণতা, অতি কঞ্জুসি।
-
কার্পন্য শব্দটিও অশুদ্ধ, এর সঠিক রূপ হলো কার্পণ্য।
তাই শুদ্ধ বাক্য হবে:
“আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।”

0
Updated: 1 week ago
নারীকে সম্বোধনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে?
Created: 1 week ago
A
সুচরিতেষু
B
কল্যাণীয়েষু
C
প্রীতিভোজনেষু
D
শ্রদ্ধাস্পদাসু
পত্রে সম্বোধনরীতি
বাংলা চিঠি লেখার ক্ষেত্রে সম্বোধন নির্বাচনে ভদ্রতা ও সম্পর্কের মর্যাদা বিশেষভাবে খেয়াল রাখা হয়।
নারীর জন্য সম্বোধন
-
শ্রদ্ধাভাজনাসু
-
শ্রদ্ধাস্পদাসু
-
কল্যাণীয়াসু
এগুলো ব্যবহার করা হয় শ্রদ্ধাভাজন, স্নেহভাজন বা সম্মানিত নারীদের উদ্দেশে।
পুরুষ/বন্ধুর জন্য সম্বোধন
-
শ্রদ্ধাভাজনেষু
-
শ্রদ্ধাস্পদেষু
-
সুচরিতেষু
-
প্রীতিভাজন
এগুলো ব্যবহার করা হয় শ্রদ্ধাভাজন পুরুষ, গুরুজন কিংবা আত্মীয়-বন্ধুদের উদ্দেশে।
তথ্যসূত্র: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago
Custom' শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
Created: 1 month ago
A
আইন
B
প্রথা
C
শুল্ক
D
রাজস্বনীতি
‘Custom’ শব্দের অর্থ হচ্ছে — কোনো সমাজের প্রথা, অভ্যাস বা রীতিনীতি।
অন্যদিকে,
‘Customs’ শব্দের অর্থ — শুল্ক বিভাগ বা কাস্টমস অফিস।
‘Act’ শব্দের অর্থ — আইন বা বিধান।
‘Duty’ শব্দের অর্থ — শুল্ক বা কর।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

0
Updated: 1 month ago