‘ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কি বিপদ!’- এ বাক্যের ‘কী’ এর অর্থ কোনটি?
A
বিরক্তি
B
রাগ
C
ভয়
D
হুমকি
উত্তরের বিবরণ
এরুপ ক্ষেত্রে বাক্যের ভাব বুঝেই ‘কী’এর অর্থ নিরুপণ করতে হবে। সে হিসাবে এর অর্থ ‘ভয়’ ‘রাগ’ বা ‘বিপদ’ নয়, অবশ্যই ‘বিরক্ত’।

0
Updated: 1 month ago
নিচের কোনটি উচ্চ-মধ্য সম্মুখ স্বরধ্বনি?
Created: 1 month ago
A
এ
B
আ্যা
C
উ
D
অ
বাংলা ভাষায় স্বরধ্বনিগুলোকে উচ্চারণের ধরণ অনুযায়ী বিভিন্নভাবে ভাগ করা হয়। এগুলো মূলত জিভের উচ্চতা, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তির ওপর নির্ভর করে নির্ধারিত হয়।
-
জিভের উচ্চতা অনুযায়ী
-
উচ্চ = ই, উ
-
উচ্চ-মধ্য = এ, ও
-
নিম্ন-মধ্য = আ্যা, অ
-
নিম্ন = আ
-
-
জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী
-
সম্মুখ = ই, এ, আ্যা
-
মধ্য = আ
-
পশ্চাৎ = উ, ও, অ
-
উৎস:

0
Updated: 1 month ago
কোনটি সাধুভাষার ক্ষেত্রে প্রযোজ্য?
Created: 3 weeks ago
A
সহজবোধ্য
B
নাট্য সংলাপ ব্যবহার
C
তদ্ভব শব্দবহুল
D
তৎসম শব্দবহুল
সাধুভাষা সাধারণত সংস্কৃত ঘেঁষা, গুরুগম্ভীর ও অলঙ্কারময় ভাষা। এর প্রধান বৈশিষ্ট্য হলো তৎসম শব্দবহুল হওয়া।
তাহলে অপশনগুলো বিচার করলে—
✅ তৎসম শব্দবহুল → সাধুভাষার ক্ষেত্রে প্রযোজ্য
-
সহজবোধ্য → চলিত ভাষার বৈশিষ্ট্য
-
নাট্য সংলাপে ব্যবহার → চলিত ভাষার বৈশিষ্ট্য
-
তদ্ভব শব্দবহুল → চলিত ভাষার বৈশিষ্ট্য
সঠিক উত্তর: তৎসম শব্দবহুল

0
Updated: 3 weeks ago
'রোগী পথ্য সেবন করে।' - এটি কোন বাচ্যের উদাহরণ?
Created: 2 weeks ago
A
কর্মকর্তৃবাচ্য
B
ভাববাচ্য
C
কর্তৃবাচ্য
D
কর্মবাচ্য
কর্তৃবাচ্য হলো সেই ধরনের বাক্য, যেখানে কর্তার অর্থ-প্রধান্য রক্ষিত থাকে এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়। এই ধরনের বাক্যে ক্রিয়াপদ সর্বদা কর্তার সাথে মিলিত থাকে। কর্তৃবাচ্যে সাধারণত—
-
কর্তা প্রথমা বা শূন্য বিভক্তিতে থাকে।
-
কর্ম দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তিতে থাকে।
উদাহরণ:
-
ছাত্ররা অঙ্ক করছে।
-
শিক্ষক ছাত্রদের পড়ান।
-
রোগী পথ্য সেবন করে।

0
Updated: 2 weeks ago