কোনটি ‘কদাচিৎ’ শব্দের বিপরীত শব্দ?
A
অনবরত
B
কখনোই না
C
অনায়াসে
D
মাঝে মাঝে
উত্তরের বিবরণ
Coming..........
0
Updated: 5 months ago
'অম্ল' এর বিপরীতার্থক শব্দ -
Created: 3 weeks ago
A
অ্যাসিড
B
অম্বল
C
মধুর
D
কৃত্রিম
‘অম্ল’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো ‘মধুর’।
‘অম্ল’ শব্দের অর্থ হলো অম্বল, টক ব্যঞ্জন, রোগবিশেষ, অ্যাসিড, বা টকস্বাদযুক্ত কিছু বোঝানো। অন্যদিকে, ‘মধুর’ শব্দের অর্থ অত্যন্ত মিষ্ট বা প্রীতিকর, যা স্বাদে ও অনুভূতিতে মনোরম।
অন্যদিকে—
-
অকৃত্রিম এর বিপরীতার্থক শব্দ হলো কৃত্রিম।
0
Updated: 3 weeks ago
‘আবির্ভাব’ এর বিপরীত শব্দ কোনটি?
Created: 3 months ago
A
অভাব
B
স্বভাব
C
অনুভব
D
তিরোভাব
আবির্ভাব শব্দের অর্থ হলো — প্রকাশ, উপস্থিত হওয়া বা আবিরূপে (দেখা দিয়ে) আগমন।
এই শব্দটি সাধারণত ব্যবহার করা হয় কোনো কিছুর উদয় বা প্রকাশ বোঝাতে, যেমন:
“মঞ্চে অভিনেতার আবির্ভাব ঘটে।”
এর বিপরীত অর্থ হবে — অদৃশ্য হওয়া, লীন হয়ে যাওয়া বা চোখের আড়ালে চলে যাওয়া — অর্থাৎ, তিরোভাব।
বাকিগুলোর ব্যাখ্যা:
-
ক) অভাব – অর্থ: কোনো কিছুর ঘাটতি বা না থাকা (এটি ‘প্রচুরতা’ বা ‘প্রাচুর্য’-এর বিপরীত)।
→ এটি ‘আবির্ভাব’-এর বিপরীত নয়। -
খ) স্বভাব – অর্থ: স্বাভাবিক গুণ বা আচরণ।
→ এটি কোনোভাবেই ‘আবির্ভাব’-এর বিপরীতার্থক শব্দ নয়। -
গ) অনুভব – অর্থ: অনুভুতি পাওয়া বা উপলব্ধি করা।
→ এটিও ‘আবির্ভাব’-এর বিপরীত নয়।
✅ সঠিক উত্তর: ঘ) তিরোভাব
0
Updated: 3 months ago
'অনুরক্ত' শব্দের বিপরীত শব্দ -
Created: 1 month ago
A
বিরত
B
অগ্রাহ্য
C
বর্জন
D
বিরক্ত
‘অনুরক্ত’ শব্দের বিপরীত শব্দ: বিরক্ত
অন্যদিকে,
-
‘গ্রহণ’ শব্দের বিপরীত শব্দ: বর্জন
-
‘গ্রাহ্য’ শব্দের বিপরীত শব্দ: অগ্রাহ্য
-
‘নিয়ত’ শব্দের বিপরীত শব্দ: বিরত
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago