‘সূর্য’- এর প্রতিশব্দ কোনটি?
A
সুধাংশু
B
শশাঙ্ক
C
বিধু
D
আদিত্য
উত্তরের বিবরণ
সূর্য এর প্রতিশব্দ হলো - আদিত্য। শশাঙ্ক, বিধু, সুধাংশু হলো চাঁদ শব্দের প্রতিশব্দ।

0
Updated: 1 month ago
‘পৃথিবী’ শব্দের সমার্থক নয়–
Created: 1 month ago
A
পৃথ্বী
B
মেদিনী
C
প্রাণদ
D
ধরিত্রী
পৃথিবী এর সমার্থক শব্দঃ ভূ, পৃথ্বী, জগৎ, বিশ্ব, ভূবন, দুনিয়া, বসুন্ধরা, ধরা, ধরণী, ধরিত্রী, ধরাতল প্রাণদ মানে প্রাণ দানকারী বা রক্ষাকারী।

0
Updated: 1 month ago
"কপোল" শব্দটির সমার্থক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
গণ্ডদেশ
B
গাল
C
কপাল
D
ললাট
প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে দ্বৈত উত্তর বিদ্যমান থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। এখানে ‘কপোল’ ও ‘গণ্ডদেশ’ উভয় শব্দের অর্থ কাছাকাছি হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়।
‘কপোল’ শব্দের অর্থ হলো গণ্ড বা গাল।
‘গণ্ডদেশ’ শব্দের অর্থও গাল বা কপোল— অর্থাৎ, দুটি শব্দই প্রায় একই অর্থ প্রকাশ করে।
অন্যদিকে, ‘কপাল’ শব্দটি সম্পূর্ণ ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এটি উচ্চতর স্তরের মেরুদণ্ডী প্রাণীর ভূ ও মাথার মধ্যবর্তী অংশ, অর্থাৎ ললাট নির্দেশ করে। পাশাপাশি শব্দটি ভাগ্য বা অদৃষ্ট অর্থেও প্রচলিত।

0
Updated: 1 week ago
পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অচল
B
অদ্রি
C
ভূধর
D
অবনী
পৃথিবী শব্দের সমার্থক শব্দ: ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ - মণ্ডল, অখিল।

0
Updated: 1 month ago