A
নেতা
B
কবি
C
দাতা
D
বাদশাহ
উত্তরের বিবরণ
নেতা - নেত্রী, কবি - মহিলা কবি, দাতা - দাত্রী, বাদশা - বেগম।

0
Updated: 1 day ago
‘বীণাপাণি’ সমস্তপদটি কোন সমাস?
Created: 2 days ago
A
ব্যধিকরণে বহুব্রীহি
B
ব্যতিহার বহুব্রীহি
C
মধ্যপদলোপী বহুব্রীহি
D
অলুক বহুব্রীহি
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন - বীণা পানিতে যার = বীণাপাণি আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ।

0
Updated: 2 days ago
'Null and Void'-এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 5 days ago
A
বাতিল
B
পালাবদল
C
মামুলি
D
নিরপেক্ষ
Null and Void
English Meaning: Something that has no legal force, effect, or binding power.
In simple words: Invalid.
Bangla Meaning: কোনো কিছুর কার্যকারিতা না থাকা বা বাতিল হিসেবে গণ্য হওয়া।
উদাহরণ: যদি কোনো চুক্তি নিয়ম মেনে তৈরি না হয়, তবে সেটি null and void অর্থাৎ কার্যকারিতা হারায়।
উৎস: Accessible Dictionary

0
Updated: 5 days ago
‘পূর্বে ছিল এখন নেই’ বাক্য সংকোচন কোনটি?
Created: 1 day ago
A
ভূতপূর্ব
B
অভূতপূর্ব
C
অতীত
D
বর্তমান
'পূর্বে ছিল এখন নেই'- ভূতপূর্ব। পূর্বে যা ঘটেনি- অভূতপূর্ব। বিগত হয়েছে যে কাল- অতীত। যে কাল এখনও চলছে- বর্তমান।

0
Updated: 1 day ago