‘উপকারীর অপকার করে যে’- নিচের কোনটি শুদ্ধ?
A
কৃতজ্ঞ
B
বেঈমান
C
কৃতঘ্ন
D
কৃতগ্ন
উত্তরের বিবরণ
উপাকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ। ঈমান নেই যার - বৈঈমান। উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন।

0
Updated: 1 month ago
'যা পূর্বে ছিল এখন নেই এমন' এর এক কথায় প্রকাশ -
Created: 2 weeks ago
A
ভূতপূর্ব
B
অশ্রুতপূর্ব
C
অদৃষ্টপূর্ব
D
অদৃষ্টপূর্ব
‘যা পূর্বে ছিল এখন নেই এমন’ এর এক কথায় প্রকাশ হলো ভূতপূর্ব। এটি এমন কোনো ঘটনা বা অবস্থা নির্দেশ করে যা অতীতে ঘটেছিল কিন্তু বর্তমানে নেই।
অন্যদিকে—
-
যে বন হিংস্র জন্তুরে পরিপূর্ণ — শ্বাপদসংকুল
-
যা পূর্বে শোনা যায়নি এমন — অশ্রুতপূর্ব
-
যা পূর্বে দেখা যায়নি এমন — অদৃষ্টপূর্ব

0
Updated: 2 weeks ago
'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 1 month ago
A
অনিবার্য
B
দুর্দমনীয়
C
দুর্নিবার
D
অদম্য
যা দমন করা কষ্টকর → দুর্দমনীয়
যা দমন করা যায় না → অদম্য
যা নিবারণ করা কষ্টকর → দুর্নিবার
কোন ভাবেই যা নিবারণ করা যায় না → অনিবার্য

0
Updated: 1 month ago
'যা নিবারণ করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ -
Created: 3 weeks ago
A
অবিনশ্বর
B
দুর্দমনীয়
C
দুর্নিবার
D
অদম্য
বাংলা ভাষায় বহু ধারণাকে একক শব্দে প্রকাশ করার নিয়ম রয়েছে। যেমন—‘যা নিবারণ করা কষ্টকর’ এর এক কথায় প্রকাশ হলো দুর্নিবার। একইভাবে আরও কিছু বিশেষ অর্থবোধক শব্দ নিচে দেওয়া হলো।
-
যা নিবারণ করা কষ্টকর → দুর্নিবার
-
যা দমন করা যায় না → অদম্য
-
যা দমন করা কষ্টকর → দুর্দমনীয়
-
নষ্ট হওয়াই স্বভাব নয় যার → অবিনশ্বর
উৎস:

0
Updated: 3 weeks ago