‘শকুনি মামা‘- এর অর্থ কোনটি?
A
কুৎসিত মামা
B
সৎ মামা
C
কুচক্রী মামা
D
পাতানো মামা
উত্তরের বিবরণ
শকুনি মামা – এর অর্থ- কুচক্রী লোক বা অনিষ্টকর আত্মীয়।

0
Updated: 1 month ago
'বাঁশি বাজে ঐ মধুর লগনে।' - এটি কোন বাচ্যের উদাহরণ?
Created: 2 weeks ago
A
কর্তৃবাচ্য
B
ভাববাচ্য
C
কর্মবাচ্য
D
কর্মকর্তৃবাচ্য
কর্মকর্তৃবাচ্য হলো সেই ধরনের বাক্য, যেখানে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে। অর্থাৎ, বাক্যের মূল কেন্দ্রবিন্দু হিসেবে কর্মকে নেওয়া হয়, এবং বাক্য তা ঘিরে সাজানো হয়।
উদাহরণ:
-
কাজটা ভালো দেখায় না।
-
বাঁশি বাজে ঐ মধুর লগনে।
-
সুতি কাপড় অনেক দিন টেকে।

0
Updated: 2 weeks ago
সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন’ –এই অর্থের সাথে প্রযোজ্য প্রবচন কোনটি?
Created: 1 month ago
A
নির্গুণ পুরুষের ভোজন সার, করেন সদাই মার মার
B
উঠন্তি মূলো পত্তনেই চেনা যায়
C
নদী, নারী, শৃঙ্গধারী- এ তিনে না বিশ্বাস করি
D
কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস। ভাবার্থ: অল্প বয়সে সৌজন্য না শেখালে বয়সকালে মানুষ উদ্ধত আচরণ করে।

0
Updated: 1 month ago
নিচের কোনটি অন্ত্যযত?
Created: 3 weeks ago
A
বিস্ময়চিহ্ন
B
সেমিকোলন
C
হাইফেন
D
কোলন-ড্যাশ
বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অনুযায়ী, বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্ন বিভিন্ন শ্রেণিতে বিভক্ত।
-
অন্ত্যযতি:
১. দাঁড়ি (।)
২. প্রশ্নচিহ্ন (?)
৩. বিস্ময়চিহ্ন (!)
৪. দুই দাঁড়ি (।।) -
অভ্যন্তর যতি:
৫. কমা (,)
৬. সেমিকোলন (;)
৭. হাইফেন (-)
৮. ড্যাশ (_)
৯. কোলন (:)
১০. কোলন-ড্যাশ (:-)
১১. বিন্দু (.) -
অন্যান্য যতি:
১২. ঊর্ধ্বকমা (')
১৩. ত্রিবিন্দু (...)
১৪. উদ্ধৃতিচিহ্ন ('...' / "…")
১৫. বন্ধনীচিহ্ন (({{-]}))
১৬. বিকল্পচিহ্ন (/)
উৎস:

0
Updated: 3 weeks ago