নিচের কোন বানানটি শুদ্ধ?
A
বাল্মিকী
B
বাল্মিকি
C
বাল্মীকি
D
বাল্মীকী
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান = বাল্মীকি। বাল্মীকি (বিশেষ্য)–সংস্কৃত শব্দ। প্রকৃতি প্রত্যয় = বাল্মীক+ই। অর্থ: রামায়ণের প্রণেতা কবি ও মুনি, আদিকবি।
0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
বিভীষীকা
B
কৃপন
C
রূপায়ণ
D
অপরাহ্ন
শুদ্ধ বানান: রূপায়ণ
-
অর্থ: মূর্তি বা আকার দান, রূপদান, বাস্তবে পরিণতকরণ
অন্য কিছু শব্দের শুদ্ধ রূপ ও অর্থ:
-
বিভীষিকা (বিশেষ্য) = আতঙ্ক, ভীতিকর ঘটনা
-
অপরাহ্ণ (সংস্কৃত) = মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকেল
-
কৃপণ = অত্যন্ত ব্যয়কুণ্ঠ, অনুদার
0
Updated: 1 month ago
কোন বানানটি সঠিক?
Created: 2 weeks ago
A
উষা
B
কিংবদন্তি
C
আমীন
D
বিদেশী
উষা → ভুল, সঠিক বানান হবে ঊষা।
-
কিংবদন্তি → সঠিক।
-
আমীন → ভুল, সঠিক বানান হবে আমিন।
-
বিদেশী → ভুল, সঠিক বানান হবে বিদেশি।
তাই সঠিক উত্তর: খ) কিংবদন্তি।
0
Updated: 2 weeks ago
কোন বানানটি সঠিক?
Created: 3 weeks ago
A
সমিচিন
B
সমীচীন
C
সমীচিন
D
সমিচীন
সঠিক বানান - সমীচীন।সমীচীন শব্দের অর্থ - সঙ্গত, উচিত,উপযুক্ত,ন্যায় সঙ্গত, যথার্থ। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
0
Updated: 3 weeks ago