A
অকথ্য
B
অনুক্ত
C
নির্বাক
D
মুক
উত্তরের বিবরণ
যা বলার যোগ্য নয় – অকথ্য, যা বলা হয় নি – অনুক্ত, মূক শব্দের অর্থ - বোবা, বাকশক্তিহীন।

0
Updated: 1 day ago
'যে আলোতে কুমুদ ফোটে' এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 2 weeks ago
A
কুমুদিনী
B
কৌমুদি
C
কৌমুদিনী
D
প্রভাবতী
এক কথায় প্রকাশ
-
যে আলোতে কুমুদ ফোটে → কৌমুদি
-
গম্ভীর ধ্বনি → মন্দ্র
-
হরিণের চামড়া → অজিন
-
ময়ূরের ডাক → কেকা
-
ঘোড়ার ডাক → হ্রেষা
-
পাখির ডাক → কূজন
-
হাতির গর্জন → বৃংহিত
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 weeks ago
'ক্ষমার যোগ্য'-এর বাক্য সংকোচন-
Created: 3 months ago
A
ক্ষমার্হ
B
ক্ষমাপ্রার্থী
C
ক্ষমা
D
ক্ষমাপ্রদ
• 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন - ক্ষমার্হ।
আরও কিছু এক কথায় প্রকাশ:
- ‘ক্ষমা করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
- ‘ক্ষমা করতে ইচ্ছুক’ এক কথায় প্রকাশ - তিতিক্ষু।
- ‘প্রশংসার যোগ্য’ এক কথায় প্রকাশ - প্রশংসার্হ।
- ‘স্মরণের যোগ্য’ এক কথায় প্রকাশ - স্মরণার্হ।
- ‘ধন্যবাদের যোগ্য’ এক কথায় প্রকাশ - ধন্যবাদার্হ।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago
'যে আলোতে কুমুদ ফোটে'- এককথায় কী হবে?
Created: 1 month ago
A
B
কৌমুদী
C
প্রভাবতী
D
বিভা
‘যে আলোতে কুমুদ ফোটে’ এর এককথায় প্রকাশ হলো - কৌমুদি।
অন্যদিকে,
প্রভাবান - দীপ্তি-মান, উজ্জ্বল। এর স্ত্রীবাচক শব্দ প্রভাবতী।
বিভা - আলোক, কিরণ, প্রভা, দীপ্তি, সৌন্দর্য।
আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/ এক কথায় প্রকাশ
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ -- মন্দ্র।
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ -- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ -- কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ -- হ্রেষা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ -- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ -- বৃংহিত।

0
Updated: 1 month ago