A
চাঁদ
B
জ্যোৎস্না
C
পদ্মফুল
D
মুকুল
উত্তরের বিবরণ
'কৌমুদী' শব্দের প্রতিশব্দ হলো জ্যোৎস্না, চন্দ্রকিরণ, চন্দ্রিকা।

0
Updated: 1 day ago
‘সমুদ্র’ শব্দের সমাৰ্থক শব্দ কোনটি?
Created: 5 days ago
A
রদনী
B
কলাত্র
C
নদীকান্ত
D
আপ্লব
সমুদ্র শব্দের সমাৰ্থক/প্রতিশব্দ - সাগর, মহাসমুদ্র, উদধি, অম্বুধি, অর্ণব, নদীকান্ত, জলধি, জলধর, জলাধিপতি, জলনিধি, সায়র, পারাবার, পয়োধি, ঊর্মিমালী, অম্ভোধি ইত্যাদি।

0
Updated: 5 days ago
‘হাতি’-এর সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
কুন্তল
B
ফণী
C
তনু
D
কর
'হাতি' এর সমার্থক শব্দ গজ, দন্তী, দ্বিপ, হস্তী, করী, বৃংগল, নশ, বারণ, কুঞ্জর ইত্যাদি।

0
Updated: 1 month ago
'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ-
Created: 1 week ago
A
উৎকর্ষতা
B
অপকর্ষ
C
উৎকর্ষ
D
অপকর্ষতা
‘প্রকর্ষ’ শব্দ বিশ্লেষণ
-
‘প্রকর্ষ’ একটি সংস্কৃতজাত বিশেষ্য শব্দ।
-
এর অর্থ হলো –
-
শ্রেষ্ঠত্ব
-
উৎকর্ষ
-
উন্নতি
-
শ্রীবৃদ্ধি
-
সমৃদ্ধি
-
সুতরাং, ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ হলো ‘উৎকর্ষ’।
অন্যদিকে,
-
‘উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ হলো – ‘অপকর্ষ’।
-
তবে ‘উৎকর্ষতা’ এবং ‘অপকর্ষতা’ শব্দদুটি প্রত্যয়ের ভুল প্রয়োগের কারণে অশুদ্ধ বলে গণ্য।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago