কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়?
A
নেতা
B
কবি
C
দাতা
D
বাদশাহ
উত্তরের বিবরণ
নেতা - নেত্রী, কবি - মহিলা কবি, দাতা - দাত্রী, বাদশা - বেগম।
0
Updated: 1 month ago
'আ' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
বিবিয়ানা
B
পড়া
C
শোনা
D
চোরা
‘আ’ প্রত্যয়যোগে গঠিত কিছু শব্দ
| মূল শব্দ | প্রত্যয় | গঠিত শব্দ | শব্দের শ্রেণি |
|---|---|---|---|
| চোর | আ | চোরা | তদ্ধিতান্ত |
| পড়্ | আ | পড়া | কৃদন্ত |
| শুন্ | আ | শোনা | কৃদন্ত |
| বিবি | আনা | বিবিয়ানা | তদ্ধিতান্ত |
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)
0
Updated: 1 month ago
প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
ইংরেজি ভাষায়
B
বাংলা ভাষায়
C
পর্তুগিজ ভাষায়
D
ফরাসি ভাষায়
বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস
-
প্রথম বাংলা ব্যাকরণ (১৭৪৩ খ্রি.)
-
প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে, পর্তুগিজ ভাষায়।
-
এর লেখক ছিলেন মানোএল দা আসসুম্পসাঁউ।
-
তিনি তাঁর বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে এই ব্যাকরণ রচনা করেন।
-
-
হ্যালহেডের ব্যাকরণ (১৭৭৮ খ্রি.)
-
১৭৭৮ সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ।
-
বইটির নাম: “A Grammar of the Bengal Language”।
-
এটি ইংরেজি ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ।
-
-
উইলিয়াম কেরির ব্যাকরণ (১৮০১ খ্রি.)
-
উইলিয়াম কেরি ইংরেজি ভাষায় রচনা করেন “A Grammar of the Bengalee Language” (১৮০১)।
-
পরবর্তীতে জন রবিনসন ১৮৪৬ সালে এই গ্রন্থের বঙ্গানুবাদ প্রকাশ করেন।
-
-
রামমোহন রায়ের ব্যাকরণ (১৮২৬ ও ১৮৩৩ খ্রি.)
-
১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় একটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন।
-
পরবর্তীতে ১৮৩৩ সালে তাঁর রচিত ‘গৌড়ীয় ব্যাকরণ’ প্রকাশিত হয়।
-
এটি ছিল বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ); বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি অশুদ্ধ?
Created: 3 weeks ago
A
ভূমণ্ডল
B
আভ্যন্তর
C
জ্যোতিষ্মান
D
উন্মীলণ
বাংলা ভাষায় অশুদ্ধ বানান হলো ‘উন্মীলণ’। এর শুদ্ধ বানান হলো ‘উন্মীলন’।
শব্দের অর্থ:
-
বিকাশ
-
উন্মেষ
-
উদ্ঘাটন
-
উন্মোচন
অন্যদিকে, আভ্যন্তর, ভূমণ্ডল এবং জ্যোতিষ্মান শব্দগুলোর বানান শুদ্ধ।
0
Updated: 3 weeks ago