'চন্দ্র' এর বিশেষণ রূপ কোনটি?
A
চান্দ্র
B
চাঁদ
C
চন্দ্রা
D
চান্দ্রা
উত্তরের বিবরণ
চন্দ্র বিশেষ্য শব্দটির বিশেষণ রূপ চান্দ্র। চন্দ্র তৎসম শব্দটির তদ্ভব হলো চাঁদ।
0
Updated: 1 month ago
কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
Created: 1 month ago
A
কথ্য ভাষা
B
সাধু ভাষা
C
আঞ্চলিক ভাষা
D
চলিত ভাষা
সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধু ভাষা হলো বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ। এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত।
সাধু ভাষা অনেকটা ধ্রুপদী বৈশিষ্ট্যের এবং চলিত ভাষা অপেক্ষা স্বল্প প্রাঞ্জল। "সাধু" শব্দের এক অর্থ শিষ্ট, মার্জিত বা ভদ্ররীতি সঙ্গত।রাজা রামমোহন রায় তাঁর "বেদান্ত গ্রন্থ" রচনাটিতে শব্দটি ব্যবহার করেছিলেন।
0
Updated: 1 month ago
বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন–
Created: 1 month ago
A
দেবেন্দ্রনাথ ঠাকুর
B
অক্ষয়কুমার দত্ত
C
রাজা রামমোহন রায়
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা গদ্যে প্রথমবার বিরাম চিহ্নের সুষ্ঠু ও নিয়মিত ব্যবহার করেন অক্ষয়কুমার দত্ত।
তিনি “সম্বাদ প্রভাকর” ও অন্যান্য লেখায় গদ্যের যুক্তি ও সৌন্দর্য বৃদ্ধির জন্য কমা, দাঁড়ি, সেমিকোলন ইত্যাদি বিরামচিহ্ন ব্যবহার শুরু করেন।
যদিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যকে দৃঢ় ভিত্তি দেন, তবুও বিরামচিহ্ন ব্যবহারের ক্ষেত্রে কৃতিত্ব প্রধানত অক্ষয়কুমার দত্তের।
0
Updated: 1 month ago
'রি রি করা' বলতে বোঝায়?
Created: 1 month ago
A
তীব্র ব্যথা
B
ঘৃণা করা
C
তীব্র ক্রোধ
D
মাথা ব্যাথা
বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ ভাষারঙ্গ
১. অব্যয় – রি রি
-
অর্থ: তীব্র ক্রোধ বা অন্য কোনো তীব্র অনুভূতি প্রকাশের জন্য ব্যবহৃত শব্দ
-
বাক্য উদাহরণ: রাগে গা রি রি করছে।
২. বাগধারা
| বাগধারা | অর্থ |
|---|---|
| অন্ধকার দেখা | দিশেহারা হয়ে পড়া |
| কেউকেটা | সামান্য |
| অকূল পাথার | ভীষণ বিপদ |
| আদায় কাঁচকলায় | শত্রুতা |
উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago