A
ভার্জিনিয়া
B
ডেলাওয়্যার
C
ক্যালিফোর্নিয়া
D
মেরিল্যান্ড
উত্তরের বিবরণ
ক্যাম্প ডেভিড (Camp David)
-
অবস্থান: মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে
-
গুরুত্ব: ঐতিহাসিক কূটনৈতিক বৈঠকের স্থান
গুরুত্বপূর্ণ ঘটনা: ক্যাম্প ডেভিড চুক্তি
-
তারিখ: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৮
-
উদ্দেশ্য: মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন
-
চুক্তি সই করেন:
-
মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত
-
ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচিম বেগিন
-
-
মধ্যস্থতা: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার
-
ফলাফল: চুক্তি বাস্তবায়নের জন্য পরবর্তী সময়ে সাদাত ও বেগিন যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
উৎস: Britannica

0
Updated: 23 hours ago
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
Created: 2 weeks ago
A
আব্রাহাম লিংকন
B
থমাস জেফারসন
C
জন অ্যাডামস
D
জর্জ ওয়াশিংটন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যাক্তিবর্গ
No subjects available.
মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কিত তথ্য
-
স্বাধীনতা ও জাতীয় দিবস:
-
স্বাধীনতা লাভ: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে
-
জাতীয় দিবস: ৪ জুলাই
-
-
অঙ্গরাজ্য:
-
মোট অঙ্গরাজ্য: ৫০টি
-
সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই
-
পতাকায় তারকা সংখ্যা: ৫০টি
-
-
আইনসভা (Congress):
-
দ্বিকক্ষ বিশিষ্ট
-
নিম্নকক্ষ: House of Representatives (হাউস অফ রিপ্রেজেন্টেটিভ)
-
উচ্চকক্ষ: Senate (সিনেট)
-
-
প্রেসিডেন্ট:
-
বর্তমান (আগস্ট ২০২৫): ডোনাল্ড ট্রাম্প (৪৭তম)
-
প্রথম প্রেসিডেন্ট: জর্জ ওয়াশিংটন
-
১৬তম প্রেসিডেন্ট: আব্রাহাম লিংকন
-
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ: ১৮৬৩
-
-
-
অন্যান্য তথ্য:
-
যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছে: ফ্রান্স
-
জর্জ ওয়াশিংটন কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago