'কৌমুদী' শব্দের প্রতিশব্দ হলো-
A
চাঁদ
B
জ্যোৎস্না
C
পদ্মফুল
D
মুকুল
উত্তরের বিবরণ
'কৌমুদী' শব্দের প্রতিশব্দ হলো জ্যোৎস্না, চন্দ্রকিরণ, চন্দ্রিকা।

0
Updated: 1 month ago
‘শর্বরী’ শব্দের সমর্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
দিবস
B
সকাল
C
সন্ধ্যা
D
রাত্রি
শর্বরী শব্দের সমার্থক শব্দ - রজনী, রাত্রি, যামিনী।

0
Updated: 1 month ago
'চন্দ্র' এর সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 1 month ago
A
সুধাকর
B
শশধর
C
সবিতা
D
ইন্দু
‘সবিতা’ শব্দের অর্থ হলো সূর্য।
চন্দ্র শব্দের সমার্থক উদাহরণ:
-
সুধাকর, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, সুধাংশু, ইন্দু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, রাকেশ, সুধাময়, দ্বিজরাজ।
সূর্য শব্দের সমার্থক উদাহরণ:
-
আফতাব, আদিত্য, রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।

0
Updated: 1 month ago
অর্থতত্ত্বের আলোচনার অন্তর্ভুক্ত বিষয় কোনটি?
Created: 1 month ago
A
ষ-ত্ব ও ণ-ত্ব বিধান
B
সমাস
C
প্রতিশব্দ
D
সন্ধি
ব্যাকরণের গুরুত্বপূর্ণ তত্ত্বসমূহ
১. অর্থতত্ত্ব (Semantics / বাগর্থতত্ত্ব)
-
সংজ্ঞা: ব্যাকরণের সেই অংশ যেখানে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়।
-
আলোচ্য বিষয়:
-
বিপরীত শব্দ
-
প্রতিশব্দ
-
শব্দজোড়
-
বাগধারা
-
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
-
-
অন্য নাম: বাগর্থতত্ত্ব
২. ধ্বনিতত্ত্ব (Phonetics / Phonology)
-
আলোচ্য বিষয়:
-
ষ-ত্ব ও ণ-ত্ব বিধান
-
সন্ধি
-
৩. রূপতত্ত্ব (Morphology)
-
আলোচ্য বিষয়:
-
সমাস
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 month ago