A
যুক্তরাষ্ট্র
B
সিঙ্গাপুর
C
অস্ট্রেলিয়া
D
লুক্সেমবার্গ
উত্তরের বিবরণ
World Economic Outlook (WEO)
-
প্রকাশক প্রতিষ্ঠান: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)।
-
উদ্দেশ্য:
-
বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার বিশ্লেষণ।
-
ভবিষ্যতের অর্থনৈতিক প্রবণতার পূর্বাভাস প্রদান।
-
-
বিষয়বস্তু:
-
IMF সদস্য দেশগুলির সামষ্টিক অর্থনীতি (Macroeconomy)।
-
অর্থনৈতিক প্রবৃদ্ধি (GDP Growth)।
-
মুদ্রাস্ফীতি (Inflation)।
-
কর্মসংস্থান (Employment)।
-
আন্তর্জাতিক বাণিজ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক।
-
সর্বশেষ প্রতিবেদন
-
World Economic Outlook – এপ্রিল ২০২৫
মাথাপিছু আয়ে শীর্ষ দেশসমূহ:
১. লুক্সেমবার্গ
২. সুইজারল্যান্ড
৩. আয়ারল্যান্ড
৪. সিঙ্গাপুর
৫. নরওয়ে
মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ:
-
বুরুন্ডি
উৎস:
i) IMF ওয়েবসাইট
ii) World Population Review

0
Updated: 23 hours ago
ভিয়েনা কনভেনশন-এর আওতায় নিম্নের কোন প্রটোকলটি গৃহীত হয়?
Created: 1 week ago
A
মন্ট্রিল প্রটোকল
B
কার্টাগেনা প্রটোকল
C
কিয়েটো প্রটোকল
D
নাগোয়া প্রটোকল
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
মনট্রিল প্রটোকল
No subjects available.
ভিয়েনা কনভেনশন (Vienna Convention)
-
পূর্ণরূপ: The Vienna Convention for the Protection of the Ozone Layer
-
ধরন: জাতিসংঘের ওজোন স্তর সংরক্ষণ ও সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি
-
প্রস্তাব ও কার্যকর:
-
গৃহীত: ২২ মার্চ, ১৯৮৫
-
কার্যকর: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮
-
-
স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
-
স্বাক্ষরকারী দেশ: ২৮টি
-
অনুমোদনকারী দেশ: ১৯৮টি
-
বৈশ্বিক অনুমোদন লাভ: ২০০৯
-
পর্যবেক্ষণ: সংশ্লিষ্ট পক্ষরা প্রতি ৩ বছরে চুক্তির অগ্রগতি ও অন্যান্য বিষয় নিয়ে বৈঠক করে
প্রেক্ষাপট ও উদ্দেশ্য
-
ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস:
-
ক্লোরোফ্লোরোকার্বন (CFC), হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, মিথাইল ব্রোমাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোব্রোমোফ্লোরোকার্বন ইত্যাদি।
-
-
সমস্যা: ওজোন স্তর ক্ষয় হচ্ছে, ফলে ওজোন হোল বা গর্ত তৈরি হচ্ছে।
-
প্রভাব: এই গ্যাসগুলো অধিকাংশ ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাস হিসেবে কাজ করে এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সহায়ক।
-
ব্যবহার: রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, অ্যাজমা ইনহেলার, ফ্যান, প্লাস্টিক ফোম, মাইক্রোইলেকট্রনিক সার্কিট পরিস্কার ইত্যাদি।
-
প্রয়োজন: সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে মানবসভ্যতাকে রক্ষার জন্য ওজোন স্তরের সুরক্ষা অত্যাবশ্যক।
গুরুত্বপূর্ণ সংযোগ
-
ভিয়েনা কনভেনশন হলো ওজোন স্তর রক্ষার জন্য প্রথম আন্তর্জাতিক উদ্যোগ।
-
১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়, যা ওজোন ক্ষয়কারী পদার্থের ব্যবহার কমাতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত।
উৎস:
i) UNEP ওয়েবসাইট
ii) Ozone Secretariat
iii) তথ্য অধিদফতর (PID)

0
Updated: 1 week ago
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
জেনেভা
B
প্যারিস
C
লন্ডন
D
রোম
FAO হলো Food and Agriculture Organization, যা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংক্রান্ত একটি বিশেষায়িত সংস্থা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুধা দূরীকরণে এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
প্রতিষ্ঠা ও ইতিহাস
-
প্রতিষ্ঠার তারিখ: ১৬ অক্টোবর, ১৯৪৫
-
প্রতিষ্ঠাস্থান: কুইবেক, কানাডা
-
বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ: ১৪ ডিসেম্বর, ১৯৪৬
-
সদর দপ্তর: রোম, ইতালি
এই সংস্থাটি জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থা ECOSOC-এর তত্ত্বাবধানে গঠিত হয়। বিশ্বব্যাপী একটি কার্যকর খাদ্য ব্যবস্থাপনা গড়ে তোলাই ছিল এর মূল লক্ষ্য।
সদস্যপদ ও নেতৃত্ব
বর্তমানে FAO-এর সদস্য সংখ্যা ১৯৫টি, যার মধ্যে ১৯৪টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
বর্তমান মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. কু ডংগিউ, যিনি চীনের নাগরিক।
লক্ষ্য ও উদ্দেশ্য
FAO-এর মূল লক্ষ্য হচ্ছে—
-
বিশ্বের প্রতিটি মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করা।
-
ক্ষুধা, অপুষ্টি এবং খাদ্য ঘাটতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
গুরুত্বপূর্ণ দিবস
FAO-এর প্রতিষ্ঠাবার্ষিকী ১৬ অক্টোবর বিশ্বব্যাপী “বিশ্ব খাদ্য দিবস” হিসেবে পালন করা হয়, যা খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ ও FAO
বাংলাদেশ ১২ নভেম্বর, ১৯৭৩ সালে FAO-এর সদস্যপদ লাভ করে। এরপর থেকে দেশটি এই সংস্থার বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।
উৎস: FAO অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 months ago
EU কী ধরনের সংগঠন?
Created: 3 months ago
A
অর্থনৈতিক
B
রাজনৈতিক
C
অর্থনৈতিক ও রাজনৈতিক
D
সামাজিক
ইউরোপিয়ান ইউনিয়ন (EU)
ইউরোপিয়ান ইউনিয়ন (EU) হলো বিশ্বের সবচেয়ে বড় এবং প্রভাবশালী অর্থনৈতিক ও রাজনৈতিক জোট, যা ইউরোপীয় অঞ্চলের দেশসমূহ নিয়ে গঠিত।
🔹 প্রতিষ্ঠা:
-
তারিখ: ১ নভেম্বর, ১৯৯৩
-
চুক্তি: মাস্ট্রিচ চুক্তি
-
এই চুক্তির মাধ্যমেই ইউরোপিয়ান ইউনিয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
সদর দপ্তর
-
ব্রাসেলস, বেলজিয়াম — এখানেই EU-এর প্রধান দপ্তর অবস্থিত।
সদস্য দেশসংখ্যা
-
মোট সদস্য দেশ: ২৭টি (এপ্রিল ২০২৫ অনুযায়ী)
সর্বশেষ যোগদানকারী দেশ
-
ক্রোয়েশিয়া — সর্বশেষ দেশ হিসেবে EU-তে যোগ দিয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রসমূহ
১. অস্ট্রিয়া
২. বেলজিয়াম
৩. বুলগেরিয়া
৪. ক্রোয়েশিয়া
৫. সাইপ্রাস
৬. চেক প্রজাতন্ত্র
৭. ডেনমার্ক
৮. এস্তোনিয়া
৯. ফিনল্যান্ড
১০. ফ্রান্স
১১. জার্মানি
১২. গ্রীস
১৩. হাঙ্গেরি
১৪. আয়ারল্যান্ড
১৫. ইতালি
১৬. লাটভিয়া
১৭. লিথুয়ানিয়া
১৮. লুক্সেমবার্গ
১৯. মাল্টা
২০. নেদারল্যান্ডস
২১. পোল্যান্ড
২২. পর্তুগাল
২৩. রোমানিয়া
২৪. স্লোভাকিয়া
২৫. স্লোভেনিয়া
২৬. স্পেন
27. সুইডেন
উৎস: ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 3 months ago