কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
A
UNV
B
DTCD
C
UNFPA
D
UNDP
উত্তরের বিবরণ
UNDP
-
UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি)।
-
এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা হিসেবে কাজ করে।
-
প্রতিষ্ঠা: ২২ নভেম্বর, ১৯৬৫।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।
UNDP-এর কার্যক্রম ও ভূমিকা
-
UNDP জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করে।
-
এটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সবচেয়ে বড় মাধ্যম।
-
সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোতে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং নতুন সম্পদ আহরণে সহায়তা করে।
-
প্রয়োজনে আর্থিক সহায়তাও প্রদান করে।
-
স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বয় সাধনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্বল্পোন্নত দেশ (LDC) বলতে জাতিসংঘ নির্ধারিত এমন উন্নয়নশীল দেশগুলোকে বোঝানো হয়, যাদের আর্থ-সামাজিক সূচক তুলনামূলকভাবে সবচেয়ে নিচে।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
-
UNDP জাতিসংঘের সবচেয়ে বড় উন্নয়ন সহায়তা কর্মসূচি হিসেবে বিবেচিত।
-
এটি একজন প্রশাসকের নেতৃত্বে পরিচালিত হয়, যিনি উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর প্রতিনিধিত্বকারী ৩৬ সদস্যবিশিষ্ট নির্বাহী বোর্ডের তত্ত্বাবধানে থাকেন।
-
মানব উন্নয়ন সূচক (HDI) রিপোর্ট প্রকাশ করে UNDP।
উৎস: UNDP-এর অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
জাতিসংঘ সনদ (UN Charter) স্বাক্ষরিত কত সালে?
Created: 1 month ago
A
১৯৪৬ সালে
B
১৯১৯ সালে
C
১৯৫০ সালে
D
১৯৪৫ সালে
জাতিসংঘ সনদ (UN Charter) হলো জাতিসংঘের প্রতিষ্ঠাতা দলিল, যা ১৯৪৫ সালে গৃহীত হয় আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও সহযোগিতার ভিত্তিতে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে।
-
স্বাক্ষরের তারিখ: ২৬ জুন, ১৯৪৫
-
কার্যকর হওয়ার তারিখ: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
স্থান: সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী দেশ: ৫০টি
লক্ষ্য ও উদ্দেশ্য (Article 1–2)
-
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা
-
রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন
-
মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন
-
আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি
-
সার্বভৌমত্ব, সমতা ও অ-হস্তক্ষেপের নীতি রক্ষা
নিরাপত্তা পরিষদ (UN Security Council)
-
মোট সদস্য: ১৫
-
স্থায়ী সদস্য: ৫ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স)
-
অস্থায়ী সদস্য: ১০ (নির্বাচিত হয় ২ বছরের জন্য)
-
ভেটো ক্ষমতা: শুধুমাত্র ৫ স্থায়ী সদস্যের হাতে
-
সদস্য সংখ্যা বৃদ্ধি: ১৯৪৫ সালে ৫০টি দেশ দিয়ে শুরু, আগস্ট ২০২৫ পর্যন্ত মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩টি
0
Updated: 1 month ago
নিম্নের কত তারিখে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে?
Created: 3 weeks ago
A
১৯৪৪ সালের ২৪ অক্টোবর
B
১৯৪৫ সালের ২৪ অক্টোবর
C
১৯৪৫ সালের ১০ অক্টোবর
D
১৯৪৪ সালের ১২ অক্টোবর
জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত। এটি ১৯৪৫ সালে গঠিত হয় এবং তার মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি স্থাপন করা।
-
প্রতিষ্ঠা তারিখ: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর, যখন জাতিসংঘ সনদ (UN Charter) কার্যকর হয়।
-
সনদ স্বাক্ষর: এর আগে, ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
-
প্রাথমিক সদস্য: প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল ৫১টি।
-
বর্তমান সদস্য: বর্তমানে জাতিসংঘের ১৯৩টি দেশ সদস্য।
-
সদরদপ্তর: জাতিসংঘের সদরদপ্তর অবস্থিত নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
জাতিসংঘের মূল ছয়টি অঙ্গসংস্থা রয়েছে, যা আন্তর্জাতিক কাজ ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে:
-
সাধারণ পরিষদ (General Assembly) – সমস্ত সদস্য দেশের সমন্বিত আলোচনা ও নীতিনির্ধারণ।
-
নিরাপত্তা পরিষদ (Security Council) – বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা।
-
অর্থনৈতিক ও সামাজিক কমিশন (Economic and Social Council) – অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক বিষয় সমন্বয়।
-
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice) – রাষ্ট্রগুলোর মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি।
-
আঞ্চলিক কমিশন (Trusteeship Council) – ঔপনিবেশিক বা আঞ্চলিক বিষয়সমূহের তত্ত্বাবধান।
-
জাতিসংঘ সচিবালয় (Secretariat) – প্রশাসনিক কাজ ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা।
0
Updated: 3 weeks ago
বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
Created: 3 months ago
A
গিনি
B
ঘানা
C
সেনেগাল
D
মরক্কো
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল।
0
Updated: 3 months ago