কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে? 

Edit edit

A

অস্ট্রেলিয়া 

B

কানাডা 

C

সাইগ্রাস 

D

মরিসাস

উত্তরের বিবরণ

img

কমনওয়েলথ এবং রাজতন্ত্রভুক্ত দেশসমূহ

কমনওয়েলথ একটি রাজনৈতিক জোট, যা মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশভুক্ত দেশসমূহ নিয়ে গঠিত। এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৬টি। এই জোটের সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত মার্লবোরো হাউসে। বর্তমানে কমনওয়েলথের প্রধান হলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।

বাংলাদেশ ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল ১৯৭২ সালে কমনওয়েলথে যোগদান করে।

ব্রিটেনের রাজা ও কমনওয়েলথ রাজতন্ত্রভুক্ত দেশসমূহ

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরই তার জ্যেষ্ঠ পুত্র রাজা তৃতীয় চার্লস সিংহাসনে অধিষ্ঠিত হন। তিনি কেবল যুক্তরাজ্যেরই নয়, বরং কমনওয়েলথভুক্ত ১৫টি দেশেরও রাষ্ট্রপ্রধান। এসব দেশ স্বাধীন হলেও তারা এখনও যুক্তরাজ্যের রাজাকে সাংবিধানিক রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে।

এই ১৫টি দেশ হলো:

১. যুক্তরাজ্য
২. অস্ট্রেলিয়া
৩. কানাডা
৪. নিউজিল্যান্ড
৫. পাপুয়া নিউ গিনি
৬. টুভালু
৭. সলোমন দ্বীপপুঞ্জ
৮. জ্যামাইকা
৯. বেলিজ
১০. বাহামা
১১. গ্রেনাডা
১২. অ্যান্টিগা ও বারবুডা
১৩. সেন্ট লুসিয়া
১৪. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস
১৫. সেন্ট ক্রিস্টোফার অ্যান্ড নেভিস

এই দেশগুলো সাংবিধানিকভাবে ব্রিটেনের রাজাকে তাদের প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে মান্য করে, যদিও তাদের নিজস্ব স্বায়ত্তশাসন এবং সরকার রয়েছে।

তথ্যসূত্র:
i) Commonwealth অফিসিয়াল ওয়েবসাইট
ii) The Royal Family ওয়েবসাইট

অপশনে দ্বৈত উত্তর রয়েছে

Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে -

Created: 5 days ago

A

চীন

B

জাপান

C

ডেনমার্ক

D

সুইডেন

Unfavorite

0

Updated: 5 days ago

১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে 'একদেশ, দুই নীতি' চালু হবে? 

Created: 2 months ago

A

লাওস 

B

ভিয়েতনাম 

C

মঙ্গোলিয়া 

D

গণচীন

Unfavorite

0

Updated: 2 months ago

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD