A
কর্তৃকারকে শূন্য বিভক্তি
B
কর্মকারকে শূন্য বিভক্তি
C
করণ কারকে শূন্য বিভক্তি
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তা কর্মকারক। যেমন: ডাক্তার ডাক। আর ডাক্তার এর সাথে কোনো বিভক্তি না থাকায় শূন্য বিভক্তি। তাই উত্তর কর্মে শূন্য বিভক্তি।

0
Updated: 23 hours ago
'দিব তোমা শ্রদ্ধা ভক্তি।' - বাক্যে 'তোমা' কোন কারক?
Created: 3 months ago
A
কর্ম
B
কর্তা
C
অধিকরণ
D
সম্প্রদান
সম্প্রদান কারক
যাকে কোনো কিছু দান বা সাহায্য করার জন্য স্বত্ব পরিত্যাগ করে কিছু দেওয়া হয়, তাকে সম্প্রদান কারক বলা হয়। দানের সঙ্গে সম্প্রদানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে কোনো কিছু দেওয়া হলেও যদি তা পরে ফেরত নেওয়া হয়, তাহলে সেটি আর সম্প্রদান কারক হয় না।
উদাহরণ:
-
সৎপাত্রে কন্যা দান কর।
-
সমিতিতে চাঁদা দাও।
-
অন্ধজনে দেহ আলো।
-
দিব তোমা শ্রদ্ধা ভক্তি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 3 months ago
ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়েছে?
Created: 12 hours ago
A
ধ্বনিতত্ত্বে
B
অর্থতত্ত্বে
C
বাক্যতত্ত্বে
D
রূপতত্ত্বে
এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

0
Updated: 12 hours ago
'বাবা বাড়ি নেই' বাক্যটিতে 'বাড়ি' কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
কর্তায় শূন্য
B
করণে শূন্য
C
অপাদানে শূন্য
D
অধিকরণে শূন্য
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে (স্থান) অধিকরণ কারক বলে। ক্রিয়ার সাথে কোথায়/কখন/কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন: বাবা বাড়ি নেই।

0
Updated: 1 month ago