গণহত্যা সনদ (Genocide Convention) কবে স্বাক্ষরিত হয়?
A
১৯৪৮ সালে
B
১৯৪৯ সালে
C
১৯৫০ সালে
D
১৯৫১ সালে
উত্তরের বিবরণ
গণহত্যা সনদ (Genocide Convention)
-
পূর্ণ নাম: Convention on the Prevention and Punishment of the Crime of Genocide
-
ধরণ: একটি আন্তর্জাতিক আইন
-
প্রথম সংজ্ঞা: এই সনদেই প্রথমবারের মতো "গণহত্যা (Genocide)" অপরাধকে আইনগতভাবে সংজ্ঞায়িত করা হয়।
-
স্বাক্ষরের তারিখ: ৯ ডিসেম্বর, ১৯৪৮
-
কার্যকর হওয়ার তারিখ: ১২ জানুয়ারি, ১৯৫১
-
মূল উদ্দেশ্য:
-
গণহত্যা প্রতিরোধ করা
-
গণহত্যার অপরাধীদের আন্তর্জাতিক আইনের আওতায় শাস্তি নিশ্চিত করা
-
প্রেক্ষাপট
-
১৯৪৮ সালে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর আলোচনার মাধ্যমে এই সনদ চূড়ান্ত করা হয়।
-
সনদে প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী:
-
“জাতিগত, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হবে।”
-
গণহত্যা যুদ্ধকালীন সময়েও এবং শান্তিকালীন সময়েও সংঘটিত হতে পারে।
-
তবে রাজনৈতিক হত্যাকাণ্ড বা তথাকথিত সাংস্কৃতিক গণহত্যা এই সনদের আওতাভুক্ত নয়।
-
উৎস:
i) International Committee of the Red Cross (ICRC)
ii) UN Treaty Collection (UNTC)
0
Updated: 1 month ago
Related MCQ
১৯৯০ এর দশকে ইউরোপের কোন দেশে জাতিসত্ত্বা সংঘাতের সমস্যাটির সমাপ্তি করেছে একটি শান্তি চুক্তির মাধ্যমে?
Created: 3 months ago
A
স্কটল্যান্ড
B
আয়ারল্যান্ড
C
নেদারল্যান্ড
D
সুইজারল্যান্ড
১৯৯০ এর দশকে ইউরোপের দেশ উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের সাথে বেলফাস্ট চুক্তির (Belfast Agreement) মাধ্যমে জাতিসত্ত্বা সংঘাতের সমস্যাটির সমাপ্তি করেছে।
বেলফাস্ট চুক্তির সংক্ষিপ্ত বিবরণ:
চুক্তি স্বাক্ষর: ১০ এপ্রিল, ১৯৯৮
-
কার্যকর: ডিসেম্বর, ১৯৯৯
-
স্থান: বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড
-
পক্ষ: যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সরকার, এবং উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক দল
চুক্তির মূল উদ্দেশ্য:
শান্তি প্রতিষ্ঠা: ক্যাথলিক জাতীয়তাবাদী ও প্রটেস্টান্ট ইউনিয়নিস্টদের মধ্যে দীর্ঘ সংঘর্ষ অবসান
-
সংবিধানিক কাঠামো নির্ধারণ: উত্তর আয়ারল্যান্ডে নতুন রাজনৈতিক শাসনব্যবস্থা গঠন
-
সশস্ত্র সংঘাতের ইতি টানা: ‘The Troubles’ নামে পরিচিত সহিংসতা বন্ধ
এই চুক্তি উত্তর আয়ারল্যান্ডে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0
Updated: 3 months ago
গণহত্যা সনদ (Genocide Convention) কবে স্বাক্ষরিত হয়?
Created: 4 weeks ago
A
১২ জানুয়ারি, ১৯৪৮
B
৯ ডিসেম্বর, ১৯৪৮
C
১২ জানুয়ারি, ১৯৫১
D
৯ ডিসেম্বর, ১৯৫১
গণহত্যা সনদ (Genocide Convention) হলো একটি আন্তর্জাতিক আইন, যা প্রথমবারের মতো গণহত্যার অপরাধকে আইনগতভাবে সংজ্ঞায়িত করে। চুক্তির পূর্ণ নাম হলো Convention on the Prevention and Punishment of the Crime of Genocide। এটি স্বাক্ষরিত হয় ৯ ডিসেম্বর, ১৯৪৮ এবং কার্যকর হয় ১২ জানুয়ারি, ১৯৫১-এ। সনদের মূল উদ্দেশ্য হলো গণহত্যার প্রতিরোধ এবং গণহত্যার অপরাধীদের শাস্তি নিশ্চিত করা।
-
১৯৪৮ সালে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সনদটি চূড়ান্ত করা হয়
-
সনদ অনুযায়ী, জাতিগত, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত অপরাধ গণহত্যা হিসেবে গণ্য হবে
-
গণহত্যা যুদ্ধকালীন বা শান্তিকালীন সময়েও সংঘটিত হতে পারে
-
সনদে রাজনৈতিক হত্যাকাণ্ড বা ‘সাংস্কৃতিক গণহত্যা’ অন্তর্ভুক্ত নয়
উৎস:
0
Updated: 4 weeks ago
১৯৯০ এর দশকে ইউরোপের কোন দেশে জাতিসত্ত্বা সংঘাতের সমস্যাটির সমাপ্তি করেছে একটি শান্তি চুক্তির মাধ্যমে?
Created: 3 months ago
A
স্কটল্যান্ড
B
আয়ারল্যান্ড
C
নেদারল্যান্ড
D
সুইজারল্যান্ড
১৯৯০ এর দশকে ইউরোপের দেশ উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের সাথে বেলফাস্ট চুক্তির (Belfast Agreement) মাধ্যমে জাতিসত্ত্বা সংঘাতের সমস্যাটির সমাপ্তি করেছে।
বেলফাস্ট চুক্তির সংক্ষিপ্ত বিবরণ:
চুক্তি স্বাক্ষর: ১০ এপ্রিল, ১৯৯৮
-
কার্যকর: ডিসেম্বর, ১৯৯৯
-
স্থান: বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড
-
পক্ষ: যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সরকার, এবং উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক দল
চুক্তির মূল উদ্দেশ্য:
শান্তি প্রতিষ্ঠা: ক্যাথলিক জাতীয়তাবাদী ও প্রটেস্টান্ট ইউনিয়নিস্টদের মধ্যে দীর্ঘ সংঘর্ষ অবসান
-
সংবিধানিক কাঠামো নির্ধারণ: উত্তর আয়ারল্যান্ডে নতুন রাজনৈতিক শাসনব্যবস্থা গঠন
-
সশস্ত্র সংঘাতের ইতি টানা: ‘The Troubles’ নামে পরিচিত সহিংসতা বন্ধ
এই চুক্তি উত্তর আয়ারল্যান্ডে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উৎস: Britannica.
0
Updated: 3 months ago