পিং পং ডিপ্লোম্যাসির প্রভাবে কোন মার্কিন প্রেসিডেন্ট ১৯৭২ সালে চীন সফর করেন?
A
রিচার্ড নিক্সন
B
জন এফ. কেনেডি
C
জিমি কার্টার
D
রোনাল্ড রিগ্যান
উত্তরের বিবরণ
পিং পং ডিপ্লোম্যাসি (Ping Pong Diplomacy)
-
অন্য নাম: Shuttle Diplomacy
-
প্রভাব: মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘ ২০ বছরের বৈরি সম্পর্কের অবসান ঘটায়।
প্রেক্ষাপট
-
১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হতে থাকে।
-
১৯৭১ সালে জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত ৩১তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া মার্কিন টিমকে চীন সফরে আমন্ত্রণ জানানো হয়।
-
১৯৪৯ সালের পর এটিই ছিল প্রথম মার্কিন প্রতিনিধিদের চীন সফর, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের নতুন পথ উন্মুক্ত করে।
পিং পং ডিপ্লোম্যাসির প্রভাব
-
১৯৭১ সালের ১৪ এপ্রিল: যুক্তরাষ্ট্র চীনের উপর ২০ বছরের ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।
-
১৯৭১ সালের অক্টোবরে: ভোটের মাধ্যমে জাতিসংঘে বৈধ পদ লাভ করে চীন। দ্রুতই অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন শুরু হয়।
-
১৯৭২ সালের ফেব্রুয়ারি: মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফর করেন, যা শেষ হয় ঐতিহাসিক সাংহাই কম্যুনিক এর মাধ্যমে।
-
১৯৭৯ সালের জানুয়ারি: যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পিপলস রিপাবলিক অব চায়নাকে স্বীকৃতি দেয়।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
Created: 1 month ago
A
জন অ্যাডামস
B
টমাস জেফারসন
C
জেমস ম্যাডিসন
D
জর্জ ওয়াশিংটন
মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ, যার ইতিহাস, রাজনৈতিক কাঠামো এবং প্রতীকসমূহ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে। দেশটির স্বাধীনতা অর্জন, রাজনৈতিক বিকাশ এবং গণতান্ত্রিক ব্যবস্থা আধুনিক বিশ্বে একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।
-
স্বাধীনতা: যুক্তরাষ্ট্র ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। এই দিনটি দেশটির জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
-
অঙ্গরাজ্য: বর্তমানে যুক্তরাষ্ট্রে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। প্রথমে ছিল ১৩টি অঙ্গরাজ্য, আর সর্বশেষ যুক্ত হওয়া অঙ্গরাজ্য হলো হাওয়াই। জাতীয় পতাকায় ৫০টি তারকা এই অঙ্গরাজ্যগুলিকে প্রতিনিধিত্ব করে।
-
আইনসভা: যুক্তরাষ্ট্রের আইনসভা হলো কংগ্রেস, যা দুই কক্ষে বিভক্ত—নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষ সিনেট।
-
প্রেসিডেন্ট নির্বাচন: প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।
-
প্রথম প্রেসিডেন্ট: যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, তবে তিনি কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি।
-
প্রতীক: দেশটির অন্যতম প্রতীক স্ট্যাচু অব লিবার্টি, যা ফ্রান্স যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিল।
-
দাসপ্রথা বিলোপ: যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলোপ করেন ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। তিনি ১৮৬৩ সালে দাসপ্রথা বিলোপের ঘোষণা দেন।
-
ভূখণ্ড ক্রয়: যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা অঙ্গরাজ্য ক্রয় করেছিল, যা দেশের ভূখণ্ড সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

0
Updated: 1 month ago
পানামা খাল আনুষ্ঠানিকভাবে কোন মার্কিন প্রেসিডেন্টের সময় হস্তান্তর করা হয়?
Created: 1 month ago
A
রোনাল্ড রিগ্যান
B
জেরাল্ড ফোর্ড
C
জিমি কার্টার
D
বিল ক্লিনটন
পানামা খাল
-
পানামা খাল আনুষ্ঠানিকভাবে পানামার কাছে হস্তান্তর করা হয় মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়ে।
-
১৯৭৭ সালে তৎকালীন পানামার জাতীয়তাবাদী নেতা ওমর তোরিজোস এবং মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার একটি চুক্তি সই করেন, যা “তোরিজোস-কার্টার চুক্তি” নামে পরিচিত।
উল্লেখযোগ্য বিষয়সমূহ:
-
চুক্তি অনুযায়ী, পানামা খাল ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পানামার নিয়ন্ত্রণে আসে।
-
হস্তান্তরের আগে খালটি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের অধীনে ছিল এবং তারা সেখানে “ক্যানাল জোন” নামে একটি বিশেষ অঞ্চল পরিচালনা করত।
-
পানামা খালের নিয়ন্ত্রণ ফেরানো ছিল পানামার জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, যা এই চুক্তির মাধ্যমে বাস্তবায়িত হয়।
-
বর্তমানে খালটি পানামা খাল কর্তৃপক্ষ (Panama Canal Authority) দ্বারা পরিচালিত হচ্ছে।
সূত্র: প্রথম আলো, ব্রিটানিকা।

0
Updated: 1 month ago