A
লেখার সুবিধা
B
উচ্চারণের সুবিধা
C
পড়ার সুবিধা
D
শুনার সুবিধা
উত্তরের বিবরণ
সন্ধি মূলত দুটো উদ্দেশ্যকে সামনে রেখে করা হয়। সুতরাং যেখানে সন্ধির মাধ্যমে এই দুটি উদ্দেশ্যই পূরণ হবে, সেখানেই কেবল সন্ধি করা যাবে। এগুলো হলো - ১. সন্ধির ফলে উচ্চারণ আরো সহজ হবে (স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা) ২. সন্ধি করার পর শুনতে আরো ভালো লাগবে (ধ্বনিগত মাধুর্য সম্পাদন)

0
Updated: 23 hours ago
আশীর্বাদ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 days ago
A
আশির + বাদ
B
আশী + বাদ
C
আশীঃ + বাদ
D
আশী + আবাদ
শব্দ: আশীর্বাদ
-
সন্ধি বিচ্ছেদ: আশীঃ + বাদ
-
অর্থ: আশীর্বাদ
সন্ধির নিয়ম:
-
যদি অ বা আ ভিন্ন অন্য স্বরের পর বিসর্গ (ঃ) থাকে এবং এর সঙ্গে
অ, আ, বর্গীয় ধ্বনি, নাসিক্যধ্বনি বা য, র, ল, ব, হ মিলিত হয়,
→ তখন বিসর্গ স্থানে ‘র’ বসে।
উদাহরণ:
-
দুঃ + যোগ → দুর্যোগ
-
নিঃ + আকার → নিরাকার
-
আশীঃ + বাদ → আশীর্বাদ
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 2 days ago
‘চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 11 hours ago
A
চতুর + পদ
B
চতুষ + পদ
C
চতু + পদ
D
চতুঃ + পদ
'চুতুষ্পদ' শব্দের সন্ধি - বিচ্ছেদ 'চতুঃ + পদ '। এটি বিসর্গ সন্ধির নমুনা। এরুপ - ভ্রাতুষ্পুত্র ।

0
Updated: 11 hours ago
বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ ____।
Created: 1 month ago
A
বাগ + অম্বর
B
বাগ + আড়ম্বর
C
বাক্ + অম্বর
D
বাক্ + আড়ম্বর
সন্ধির সহজ নিয়ম
যখন ক, চ, ট, ত, প ব্যঞ্জনবর্ণগুলোর পর স্বরবর্ণ (অ, আ, ই, ঈ, উ, ঊ ইত্যাদি) আসে, তখন ওই ব্যঞ্জনগুলো পরিবর্তন হয়ে যায়:
-
ক → গ
-
চ → জ
-
ট → ড (বা রড়)
-
ত → দ
-
প → ব
এরপরের স্বরবর্ণটি আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে নতুন ধ্বনি তৈরি করে।
উদাহরণ:
-
দিক্ + অন্ত → দিগন্ত
এখানে “ক্” + “অ” → “গ” + “অ” -
বাক্ + আড়ম্বর → বাগাড়ম্বর
“ক্” + “আ” → “গ” + “আ” -
বাক্ + ঈশ → বাগীশ
“ক্” + “ঈ” → “গ” + “ঈ”
তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি, ২০১৯)

0
Updated: 1 month ago