'World Economic Outlook' প্রতিবেদন-২০২৫ অনুসারে, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
A
যুক্তরাষ্ট্র
B
সিঙ্গাপুর
C
অস্ট্রেলিয়া
D
লুক্সেমবার্গ
উত্তরের বিবরণ
World Economic Outlook (WEO)
-
প্রকাশক প্রতিষ্ঠান: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)।
-
উদ্দেশ্য:
-
বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার বিশ্লেষণ।
-
ভবিষ্যতের অর্থনৈতিক প্রবণতার পূর্বাভাস প্রদান।
-
-
বিষয়বস্তু:
-
IMF সদস্য দেশগুলির সামষ্টিক অর্থনীতি (Macroeconomy)।
-
অর্থনৈতিক প্রবৃদ্ধি (GDP Growth)।
-
মুদ্রাস্ফীতি (Inflation)।
-
কর্মসংস্থান (Employment)।
-
আন্তর্জাতিক বাণিজ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক।
-
সর্বশেষ প্রতিবেদন
-
World Economic Outlook – এপ্রিল ২০২৫
মাথাপিছু আয়ে শীর্ষ দেশসমূহ:
১. লুক্সেমবার্গ
২. সুইজারল্যান্ড
৩. আয়ারল্যান্ড
৪. সিঙ্গাপুর
৫. নরওয়ে
মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ:
-
বুরুন্ডি
উৎস:
i) IMF ওয়েবসাইট
ii) World Population Review

0
Updated: 1 month ago
CARE কোন দেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা?
Created: 4 months ago
A
যুক্তরাষ্ট্র
B
কানাডা
C
যুক্তরাজ্য
D
জার্মানি
CARE একটি আন্তর্জাতিক মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO)। সংস্থাটির পূর্ণরূপ হলো Cooperative for Assistance and Relief Everywhere।
CARE প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রে। তবে প্রতিষ্ঠার শুরুর দিকে, অর্থাৎ ১৯৯৩ সালের পূর্বে, এর পূর্ণরূপ ছিলো Cooperative for American Remittances to Europe।
বর্তমানে CARE International-এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সংস্থাটি বিশ্বের ১০০টিরও বেশি দেশে দারিদ্র্য বিমোচন, মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
উৎস: CARE-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 4 months ago
European Environment Agency (EEA)- এর সদস্য দেশ কতটি? {সেপ্টেম্বর-২০২৫}
Created: 4 weeks ago
A
৩১টি
B
২৯টি
C
২৭টি
D
৩২টি
ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):
-
কাজ: ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য দিয়ে সহায়তা করা।
-
গঠন: ১৯৯৪ সাল।
-
সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
-
সদস্য: ৩২টি। [সেপ্টেম্বর-২০২৫]
-
সহযোগী দেশ: ৬টি।

0
Updated: 4 weeks ago
'Loss and Damage Fund'- কোন COP সভার প্রধান ফলাফল ছিল?
Created: 1 month ago
A
COP27, শর্ম আল-শেখ
B
COP21, প্যারিস
C
COP26, গ্লাসগো
D
COP15, কোপেনহেগেন
Loss and Damage Fund মূলত একটি আন্তর্জাতিক তহবিল, যা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে গঠিত হয়। এ তহবিলটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০২২ সালে মিশরের শার্ম এল-শেখে অনুষ্ঠিত ২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (COP-27)।
-
প্রস্তাব গৃহীত হয়: ২৭তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (COP-27)।
-
মূল উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তনের ফলে উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোতে সৃষ্ট ক্ষতি ও ক্ষয়ক্ষতির জন্য আর্থিক সহায়তা প্রদান।
-
দায়ী পক্ষ: জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বিশ্বের উন্নত দেশগুলো।
-
প্রতিশ্রুতি: ২০০৯ সালে উন্নত দেশগুলো প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
-
তহবিল প্রতিষ্ঠা: দীর্ঘ প্রতীক্ষার পর ২০২২ সালে শার্ম এল-শেখে চুক্তির মাধ্যমে Loss and Damage Fund প্রতিষ্ঠিত হয়।
-
লক্ষ্য: জলবায়ু বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা।

0
Updated: 1 month ago