সাংহাই কোঅপারেশন সংস্থা (SCO) কত সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৯৯৬ সালে
B
২০০১ সালে
C
২০০৫ সালে
D
২০১০ সালে
উত্তরের বিবরণ
Shanghai Cooperation Organisation (SCO)
-
ধরণ: ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সংস্থা
-
প্রতিষ্ঠা: ১৫ জুন, ২০০১
-
সদরদপ্তর: বেইজিং, চীন
সদস্যপদ
-
প্রতিষ্ঠাতা সদস্য (৬টি): চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান
-
বর্তমান সদস্য (১০টি): চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ
-
সর্বশেষ সদস্য: বেলারুশ
-
পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া
লক্ষ্য ও উদ্দেশ্য
-
আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা
-
অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি
-
রাজনৈতিক স্থিতিশীলতা ও আস্থা গড়ে তোলা
নেতৃত্ব
-
বর্তমান মহাসচিব: Nurlan Yermekbayev
উৎস: Shanghai Cooperation Organisation ওয়েবসাইট
0
Updated: 1 month ago
CARE কোন দেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা?
Created: 4 months ago
A
যুক্তরাষ্ট্র
B
কানাডা
C
যুক্তরাজ্য
D
জার্মানি
CARE একটি আন্তর্জাতিক মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO)। সংস্থাটির পূর্ণরূপ হলো Cooperative for Assistance and Relief Everywhere।
CARE প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রে। তবে প্রতিষ্ঠার শুরুর দিকে, অর্থাৎ ১৯৯৩ সালের পূর্বে, এর পূর্ণরূপ ছিলো Cooperative for American Remittances to Europe।
বর্তমানে CARE International-এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সংস্থাটি বিশ্বের ১০০টিরও বেশি দেশে দারিদ্র্য বিমোচন, মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
উৎস: CARE-এর অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 4 months ago
জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
Created: 1 month ago
A
মহাবীর
B
নেমিনাথ
C
ঋষভনাথ
D
পার্শ্বনাথ
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
জৈনধর্ম (Jainism)
-
মূল তথ্য:
-
ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ধর্ম।
-
বিশ্বের প্রাচীনতম ধর্মমতগুলোর মধ্যে অন্যতম।
-
“জৈন” শব্দটি এসেছে সংস্কৃত “জিন” থেকে, যার অর্থ জয়ী।
-
-
ধর্মগ্রন্থ ও সম্প্রদায়:
-
প্রধান ধর্মগ্রন্থ: দ্ব্বাদশ অঙ্গ
-
প্রধান দুটি সম্প্রদায়: শ্বেতাম্বর ও দিগম্বর
-
জৈনধর্মের মূল নীতি
-
যে মানুষ আসক্তি, আকাঙ্ক্ষা, ক্রোধ, অহংকার, লোভ ইত্যাদি জয় করে পবিত্র অনন্ত জ্ঞান লাভ করেছে, তাকে জিন বলা হয়।
-
জিনদের আচরণ ও শিক্ষা অনুসরণকারীদের বলা হয় জৈন।
-
ধর্মগুরুদের বলা হয় তীর্থঙ্কর।
-
ইতিহাসে ২৪ তীর্থঙ্করের উল্লেখ রয়েছে।
-
প্রথম তীর্থঙ্কর: ঋষভনাথ
-
সর্বশেষ তীর্থঙ্কর: মহাবীর
মহাবীর ও জৈনধর্মের প্রচার
-
খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে জৈনধর্মের প্রধান প্রচারক: মহাবীর (২৪তম তীর্থঙ্কর)
-
মহাবীরকে অনেক সময় ভুলবশত ধর্মপ্রবর্তক মনে করা হয়, কিন্তু তিনি শুধুমাত্র ধর্মের প্রচারক ছিলেন।
-
মহাবীরের পূর্বসূরি:
-
২৩তম তীর্থঙ্কর: পার্শ্বনাথ
-
২২তম তীর্থঙ্কর: নেমিনাথ
-
উৎস: Britannica, বাংলাদেশ ও বিশ্বপরিচয় (ষষ্ঠ শ্রেণি)
0
Updated: 1 month ago
নিম্নোক্ত কোন শহরে ICSID এর সদর দপ্তর অবস্থিত?
Created: 4 weeks ago
A
নিউ ইয়র্ক
B
রোম
C
লিও
D
ওয়াশিংটন ডিসি
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষির টেকসই উন্নয়নে কাজ করে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি কৃষি, খাদ্য উৎপাদন এবং পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৪৫
-
সদরদপ্তর: ইতালির রাজধানী রোম
-
বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৯৪টি দেশ
-
বিশেষ সদস্য: সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন
-
বিশ্ব খাদ্য দিবস: সংস্থার প্রতিষ্ঠা দিবস ১৬ অক্টোবর প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে
0
Updated: 4 weeks ago