A
ডাকাবুকো
B
তুলসী বনের বাঘ
C
কাঠের পুতুল
D
ঢাকের বায়া
উত্তরের বিবরণ
‘ঢাকের বায়া' বাগধারার অর্থ যার কোনো মূল্য নেই। ডাকাবুকো - দুরন্ত / নির্ভীক; তুলসী বনের বাঘ - ভণ্ড; কাঠের পুতুল - নির্জীব / অসার।

0
Updated: 1 day ago
যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
Created: 3 months ago
A
ডাকাবুকা
B
তুলশী বনের বাঘ
C
তামার বিষ
D
ঢাকের বাঁয়া
ঢাকের বাঁয়া: যার কোনো মূল্য নেই বা অপ্রয়োজনীয় অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ, অমূল্য বা অপ্রয়োজনীয় কিছু বোঝাতে এই বাগধারাটি ব্যবহৃত হয়।
অন্য কিছু বাগধারার অর্থ:
-
ডাকাবুকো: নির্ভীক, সাহসী ব্যক্তি।
-
তামার বিষ: অর্থের দূরাচার বা কুপ্রভাব।
-
তুলসি বনের বাঘ: ভণ্ড বা ভণ্ডামি করার প্রবণতা সম্পন্ন ব্যক্তি।
গুরুত্বপূর্ণ অন্যান্য বাগধারা:
-
ঢাকের কাঠি: তোষামুদ বা মিথ্যা প্রশংসা করা ব্যক্তি।
-
কচু বনের কালাচাঁদ: অপদার্থ বা অকেজো ব্যক্তি।
-
ঢেঁকি অবতার: নির্বোধ বা বোকা লোক।
-
নারকের ঢেঁকি: বিবাদের কারণ বা বিষয়।
-
সোনার কাঠি রূপার কাঠি: বাঁচামরার (অপ্রয়োজনীয়) লড়াই বা ঝগড়া।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago
শরতের শিশির -বাগধারার অর্থ কী?
Created: 2 hours ago
A
সুসময়ের বন্ধু
B
সুসময়ের সঞ্চয়
C
শরতের শোভা
D
শরতের শিউলি ফুল
‘শরতের শিশির’
এই বাগ্ধারার মানে হলো — যে বন্ধু শুধু ভালো সময়ে থাকে, দুঃসময়ে পাশে থাকে না, বা অল্পস্থায়ী।
আরও কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ:
-
কচু বনের কালাচাঁদ → অপদার্থ, অর্থহীন ব্যক্তি।
-
ঢাকের বাঁয়া → যার কোনো দাম নেই।
-
নারকের ঢেঁকি → বিবাদের মূল কারণ বা ঝামেলার বিষয়।
-
সোনার কাঠি রূপার কাঠি → প্রাণপণ সংগ্রাম বা বাঁচা-মরার লড়াই।
-
তাসের ঘর → টেকসই নয়, সহজেই ভেঙে পড়ে বা ক্ষণস্থায়ী।
-
চোখের বালি → চোখে লাগে এমন ব্যক্তি/চক্ষুশূল।
-
গুড়ে বালি → আশা ভঙ্গ বা আশায় নিরাশ হওয়া।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 hours ago
কাক ভূষণ্ডির অর্থ কি?
Created: 2 months ago
A
ষড়যন্ত্রকারী
B
বাকসর্বস্ব
C
দীর্ঘ প্রতীক্ষমাণ
D
দীর্ঘায়ু ব্যক্তি
অর্থ এবং ব্যাখ্যা সহ কিছু গুরুত্বপূর্ণ বাগধারা
-
কাক-ভূষণ্ডি: যার অর্থ হয় দীর্ঘায়ু বা দীর্ঘজীবী ব্যক্তি।
-
কেউকেটা: এই বাগধারাটি ব্যবহৃত হয় তুচ্ছ বা গুরুত্বহীন কাউকে বোঝাতে।
-
ভূষণ্ডির কাক: বোঝায় এমন একজন বিচক্ষণ, প্রখর বুদ্ধির অধিকারী ব্যক্তি।
-
কাঁচা পয়সা: নগদ বা হাতে হাতে উপার্জিত অর্থকে বোঝায় এই বাগধারাটি।
-
কেতাদুরস্ত: পরিচ্ছন্ন, পরিপাটি এবং সুশৃঙ্খল থাকার বাগধারা।
-
কাঠের পুতুল: কোনো জীবন্ততা বা প্রাণবন্ততা বঞ্চিত, নির্জীব বা অসার কিছু বোঝাতে ব্যবহৃত হয়।

0
Updated: 2 months ago