A
অতি আকাঙ্ক্ষিত বস্তু
B
অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
C
অদৃষ্টের পরিহাস
D
বিশেষ সম্মানিত ব্যক্তি
উত্তরের বিবরণ
নদের চাঁদ অর্থ- অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি বা সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। আকাশের চাঁদ = অতি আকাঙ্ক্ষিত বস্তু। অদৃষ্টের পরিহাসে-ভাগ্যের নিষ্ঠুরতা।

0
Updated: 1 day ago
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
তুলসী বনের বাঘ
B
বিড়াল তপস্বী
C
ভিজা বিড়াল
D
বকধার্মিক
‘তুলসী বনের বাঘ’ বাগধারাটি অর্থ–ভণ্ড, শয়তান। ‘বকধার্মিক’ বাগধারাটি অর্থ–ভণ্ড। ‘বিড়াল তপস্বী’ বাগধারাটি অর্থ–ভণ্ড তপস্বী। অন্যদিকে, ‘ভিজা বিড়াল’ বাগধারাটি অর্থ–সাধু বেশে অসৎ লোক।

0
Updated: 1 month ago
তামার বিষ- বাগধারাটির অর্থ কী?
Created: 2 weeks ago
A
অর্থের অভাব
B
অর্থের প্রাচুর্য্য
C
অর্থের কু-প্রভাব
D
অর্থের অহংকার
তামা অর্থাৎ ধন-সম্পদকে বোঝায়। "তামার বিষ" বলতে বোঝায় টাকার কারণে মানুষের জীবনে যে খারাপ প্রভাব পড়ে—লোভ, লালসা, অনৈতিক কাজকর্মে জড়ানো ইত্যাদি।
যেমন— অনেক সময় অর্থের প্রাচুর্য্য বা লোভ মানুষকে ভুল পথে চালিত করে। তাই এই বাগধারার মাধ্যমে বোঝানো হয় অর্থের ক্ষতিকর বা নেতিবাচক প্রভাব।
👉 সঠিক উত্তর: গ) অর্থের কু-প্রভাব

0
Updated: 2 weeks ago
‘একাদশে বৃহস্পতি’ অর্থ-
Created: 1 week ago
A
সুসময়
B
দুঃসময়
C
অলীক বস্তু
D
শেষ রক্ষা
বাংলা প্রাচীন জ্যোতিষশাস্ত্র মতে, ‘একাদশে বৃহস্পতি’ মানে কারো জন্মছকে (কুন্ডলীতে) বৃহস্পতি যদি একাদশ ঘরে থাকে, তবে তাকে অত্যন্ত সৌভাগ্যবান ধরা হয়। তখন তার জীবনে ধন, মান, যশ, সুস্বাস্থ্য ও সাফল্য আসে।
এই কারণে ‘একাদশে বৃহস্পতি’ বলতে সুসময়, সৌভাগ্য বা কল্যাণকর অবস্থা বোঝানো হয়।
উদাহরণ:
“পরীক্ষার আগেই চাকরির খবর পেলো—এ যেন একাদশে বৃহস্পতি।” অর্থাৎ জীবনে সৌভাগ্যের সময় এসেছে।

0
Updated: 1 week ago