'পুকুরে মাছ আছে'-এখানে পুকুর কোন কারক?
A
কর্ম কারক
B
অপাদান কারক
C
সম্প্রদান কারক
D
অধিকরণ কারক
উত্তরের বিবরণ
অধিকরণ কারক বলতে ক্রিয়া সম্পাদনের সময় এবং আধারকে নির্দেশ করে। ক্রিয়াকে "কখন" ও "কোথায়" দ্বারা প্রশ্ন করলে উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ '-এ' '-য়' '-তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। বাক্যটিতে কোথায় মাছ আছে প্রশ্ন করলে “পুকুরে” উত্তর পাওয়া যায়। এবং এর সাথে "এ" সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে। সুতরাং পুকুর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
0
Updated: 1 month ago
অর্ধস্বরধ্বনি নয় কোনটি?
Created: 1 month ago
A
ই্
B
উ্
C
এ্
D
অ্
অর্ধস্বরধ্বনি নয় ‘অ্’। অর্থাৎ বাংলা ভাষার অর্ধস্বরধ্বনির তালিকায় ‘অ্’ অন্তর্ভুক্ত নয়। অর্ধস্বরধ্বনি সেই ধ্বনিগুলোকে বলা হয়, যেগুলো পুরোপুরি উচ্চারিত হয় না।
বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি মোট চারটি
-
ই্
-
উ্
-
এ্
-
ও্
স্বরধ্বনির বৈশিষ্ট্য হলো এগুলো উচ্চারণ করার সময় দীর্ঘ বা টেনে উচ্চারণ করা যায়। কিন্তু অর্ধস্বরধ্বনি দীর্ঘ করা যায় না।
উদাহরণস্বরূপ
-
'চাই' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [ই্]। এখানে [আ] পূর্ণ স্বরধ্বনি, আর [ই্] অর্ধস্বরধ্বনি।
-
'লাউ' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [উ্]। এখানে [আ] পূর্ণ স্বরধ্বনি, আর [উ্] অর্ধস্বরধ্বনি।
উৎস:
0
Updated: 1 month ago
‘নী’ প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি?
Created: 3 weeks ago
A
অরণ্যানী
B
চাকরানী
C
ভাগনী
D
মেধাবিনী
নী প্রত্যয় যোগে কিছু শব্দকে স্ত্রীবাচক করা যায়। যেমন: মেধাবী - মেধাবিনী, মায়াবী - মায়াবিনী, কুহক - কুহকিনী, যোগী – যোগিনী।
0
Updated: 3 weeks ago
'গবেষণা' কোন ধরনের শব্দ?
Created: 1 week ago
A
মৌলিক
B
যৌগিক
C
রূঢ়ি
D
যোগরূঢ়
যেসব শব্দে ব্যুৎপত্তিগত অর্থের পরিবর্তে অন্য অর্থ প্রকাশ পায়, সেই শব্দগুলোকে রূঢ়ি শব্দ বলা হয়। অর্থাৎ, শব্দের মূল গঠন বা উৎসের সঙ্গে এর প্রচলিত অর্থের কোনো সরাসরি সম্পর্ক থাকে না।
উদাহরণ:
-
কুশল: ব্যুৎপত্তিগত অর্থ — ‘যে কুশ আনে’; প্রচলিত অর্থ — মঙ্গল বা সুস্থতা।
-
গবেষণা (গো + এষণা): অর্থাৎ ‘গরু খোঁজা’; কিন্তু প্রচলিত অর্থ — তথ্য অনুসন্ধান বা অনুসন্ধানমূলক অধ্যয়ন। তাই এটি রূঢ়ি শব্দ।
আরও কিছু রূঢ়ি শব্দের উদাহরণ:
-
হস্তী — অর্থ হাতওয়ালা নয়, বরং হাতি।
-
বাঁশি — বাঁশের তৈরি বাদ্যযন্ত্র।
-
তৈল — তিল থেকে উৎপন্ন তেল।
-
প্রবীণ — বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।
-
সন্দেশ — খবর নয়, মিষ্টান্ন বিশেষ।
0
Updated: 1 week ago