A
হাত+ল=হাতল
B
চল্+অন্ত=চলন্ত
C
রাধ্+না=রান্না
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ। উদাহরণ: হাত+ ল = হাতল; পঠ+অক-পাঠক, দিন+ইক = দৈনিক। এখানে, 'ল', 'অক' ও ইক' তদ্ধিত প্রত্যয় এবং 'পাঠক' ও 'দৈনিক' হলো তদ্ধিতান্ত শব্দ। চলন্ত, রান্না কৃৎ প্রত্যয় এর উদাহরণ।

0
Updated: 1 day ago
আনী-প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
জেলেনী
B
কাঙালিনী
C
বাঘিনী
D
চাকরানী
• আনী-প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
চাকর - চাকরানী,
মেথর - মেথরানী।
অন্যদিকে,
---------------
• নী/নি-প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ- জেলে - জেলেনী।
• কিছু শব্দ 'ইনী' প্রত্যয় যুক্ত করে স্ত্রীবাচক করা হয়।
যথা:
- কাঙাল - কাঙালিনী,
-গোয়ালা - গোয়ালিনী,
- বাঘ - বাঘিনী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 week ago
'আ' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
Created: 1 week ago
A
বিবিয়ানা
B
পড়া
C
শোনা
D
চোরা
‘আ’ প্রত্যয়যোগে গঠিত কিছু শব্দ
মূল শব্দ | প্রত্যয় | গঠিত শব্দ | শব্দের শ্রেণি |
---|---|---|---|
চোর | আ | চোরা | তদ্ধিতান্ত |
পড়্ | আ | পড়া | কৃদন্ত |
শুন্ | আ | শোনা | কৃদন্ত |
বিবি | আনা | বিবিয়ানা | তদ্ধিতান্ত |
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 week ago
বাংলা তদ্ধিত প্রত্যয় কোনটি?
Created: 2 days ago
A
ডাক্তার + খানা = ডাক্তারখানা
B
ধড়ি + বাজ = ধড়িবাজ
C
ঘর + আমি = ঘরামি
D
ক + খ
বাংলা তদ্ধিত প্রত্যয়:
-
সংজ্ঞা: বাংলা ভাষায় ব্যবহৃত, সংস্কৃত ও বিদেশি প্রত্যয় ব্যতীত বাকি প্রত্যয়গুলোকে বাংলা তদ্ধিত প্রত্যয় বলা হয়।
উদাহরণ:
-
বাঘ + আ = বাঘা
-
ঘর + আমি = ঘরামি
বিদেশি তদ্ধিত প্রত্যয়:
-
সংজ্ঞা: শব্দের শেষে বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে, তাকে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলা হয়।
উদাহরণ:
-
ডাক্তার + খানা = ডাক্তারখানা
-
ধড়ি + বাজ = ধড়িবাজ
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।

0
Updated: 2 days ago