A
দ্বন্দ্ব
B
দ্বিগু
C
তৎপুরুষ
D
বহুব্রীহি
উত্তরের বিবরণ
যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল= তাল-তমাল, যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমাসটি সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ করে, তাকে দ্বিগু সমাস বলা হয়। যেমনঃ পঞ্চ নদের সমাহার- পঞ্চনদ।

0
Updated: 23 hours ago
‘অনেক’ শব্দটি –
Created: 1 month ago
A
অলুক তৎপুরুষ
B
উপপদ তৎপুরুষ
C
নঞ তৎপুরুষ
D
নিত্য সমাস
না বাচক নঞ্ অব্যয় (ন, না, নেই, নাই, নয় ইত্যাদি) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন, নয় এক = অনেক, ন আচার = অনাচার, নাই মিল = গরমিল, ন কাল = অকাল, নয় সৃষ্টি = অনাসৃষ্টি, ন বিশ্বাস = অবিশ্বাস।

0
Updated: 1 month ago
কোন সমাসে উভয়পদই বিশেষ্য?
Created: 1 week ago
A
কর্মধারয় সমাস
B
দ্বন্দ্ব সমাস
C
তৎপুরুষ সমাস
D
প্রাদি সমাস
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।

0
Updated: 1 week ago
পূর্বপদ প্রধান সমাস কোনটি?
Created: 1 month ago
A
দ্বন্ধ
B
অব্যয়ীভাব
C
তৎপুরুষ
D
বহুব্রীহি
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন জানু পর্যন্ত (পর্যন্ত শব্দের অব্যয় আ) = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ।

0
Updated: 1 month ago