কোন বানানটি শুদ্ধ?
A
শ্রদ্ধাঞ্ছলী
B
দারিদ্রতা
C
বৈশিষ্ট
D
উপর্যুক্ত
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান- শ্রদ্ধঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি বানানে ই কার হবে। দারিদ্রতা > সঠিক বানান দরিদ্রতা / দারিদ্র্য। অশুদ্ধ বানান: বৈশিষ্ট। শুদ্ধ বানান: বৈশিষ্ট্য।
0
Updated: 1 month ago
"ভৌগলিক' এবং 'অধঃগতি" বানান লিখতে অনেকেই ভূল করে।" - এ বাক্যে কয়টি অশুদ্ধ বানান রয়েছে?
Created: 3 weeks ago
A
১টি
B
২টি
C
৩টি
D
কোনোটিই নয়
বাক্য: "ভৌগলিক' এবং 'অধঃগতি' বানান লিখতে অনেকেই ভূল করে।"
এ বাক্যে ৩টি অশুদ্ধ বানান রয়েছে।
বিশ্লেষণ:
-
ভৌগলিক → অশুদ্ধ; সঠিক বানান: ভৌগোলিক
-
অধঃগতি → অশুদ্ধ; সঠিক বানান: অধোগতি
-
ভূল → অশুদ্ধ; সঠিক বানান: ভুল
0
Updated: 3 weeks ago
'উদ্বন্ধন' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 3 weeks ago
A
উত্ঃ + বন্ধন
B
উদ্ + বন্ধন
C
উধ্ + বন্ধন
D
উৎ + বন্ধন
বাংলা ভাষায় সন্ধির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ধ্বনির সংযোগে উচ্চারণে পরিবর্তন ঘটে। বিশেষত ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কিছু বিশেষ পরিস্থিতিতে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি পরিবর্তিত হয়ে ঘোষ অল্পপ্রাণে রূপ নেয়। এর নিয়ম ও উদাহরণ নিচে দেওয়া হলো।
-
ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনি-এর পর যদি থাকে—
-
একই বর্গের ঘোষ অল্পপ্রাণ বা ঘোষ মহাপ্রাণ ধ্বনি
-
ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি (য > জ)
-
ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব)
-
ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র)
-
অথবা আবারো ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ধ্বনি (ব)
তবে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি উচ্চারণে ঘোষ অল্পপ্রাণ রূপে রূপান্তরিত হয়।
-
-
উদাহরণ:
-
উৎ + ঘাটন → উদঘাটন
-
উৎ + যোগ → উদ্যোগ
-
উৎ + বন্ধন → উদ্বন্ধন
-
তৎ + রূপ → তদ্রুপ
-
উৎস:
0
Updated: 3 weeks ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
শান্তনা
B
সান্ত্বনা
C
সান্তনা
D
সান্তণা
বাংলা শব্দ সান্ত্বনা এসেছে সংস্কৃত শব্দ सान्त्वन (সান্ত্বন) থেকে। এর অর্থ হলো—মনের দুঃখ মোচন করার জন্য বলা বা করা সান্ত্বনামূলক কথা বা কাজ।
-
শান্তনা (ক) ❌ → ভুল, কারণ "শান্ত" থেকে এভাবে কোনো গ্রহণযোগ্য শব্দ গঠিত হয়নি।
-
সান্তনা (গ) ❌ → ভুল, কারণ এখানে "ত্ব" ধ্বনিটি বাদ পড়েছে।
-
সান্তণা (ঘ) ❌ → ভুল, এটি অপ্রচলিত ও অশুদ্ধ রূপ।
তাই শুদ্ধ বানান হলো “সান্ত্বনা”।
0
Updated: 1 month ago