'যার কোনো মূল্য নেই'- সমার্থক বাগধারা কোনটি?
A
ডাকাবুকো
B
তুলসী বনের বাঘ
C
কাঠের পুতুল
D
ঢাকের বায়া
উত্তরের বিবরণ
‘ঢাকের বায়া' বাগধারার অর্থ যার কোনো মূল্য নেই। ডাকাবুকো - দুরন্ত / নির্ভীক; তুলসী বনের বাঘ - ভণ্ড; কাঠের পুতুল - নির্জীব / অসার।

0
Updated: 1 month ago
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
Created: 2 months ago
A
তুলসী বনের বাঘ
B
বিড়াল তপস্বী
C
ভিজা বিড়াল
D
বকধার্মিক
‘তুলসী বনের বাঘ’ বাগধারাটি অর্থ–ভণ্ড, শয়তান। ‘বকধার্মিক’ বাগধারাটি অর্থ–ভণ্ড। ‘বিড়াল তপস্বী’ বাগধারাটি অর্থ–ভণ্ড তপস্বী। অন্যদিকে, ‘ভিজা বিড়াল’ বাগধারাটি অর্থ–সাধু বেশে অসৎ লোক।

0
Updated: 2 months ago
“ফাঁকা আওয়াজে কাজ আদায়”-এর সমার্থক বাগধারা কোনটি?
Created: 1 month ago
A
কলকাঠি নাড়া
B
কুপোকাৎ
C
কথায় চিড়া ভেজা
D
কালে ভদ্রে
কথায় চিড়া ভিজা - একটি বাগধারা যার মানে ফাঁকা আওয়াজে কাজ আদায় বা ফাঁকা বুলিতে কার্যসাধন।

0
Updated: 1 month ago
‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
ষড়যন্ত্র
B
সন্দেহজনক আচরণ
C
ঢাক জোরে বাজানো
D
লুকোচুরি
‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটি এমন পরিস্থিতিকে বোঝায়, যেখানে কেউ কিছু লুকানোর চেষ্টা করছে বা পুরো বিষয়টি গোপন রেখে ধোঁয়াশা তৈরি করছে।
এটি সাধারণত সেই ধরনের কাজ বা অবস্থাকে বোঝায়, যেখানে খোলাখুলি কিছু বলা বা করা হচ্ছে না, বরং গোপনে কিছু ঘটছে – যেন কিছু একটা চাপা দেওয়া হচ্ছে।
🔹 উদাহরণ:
"ওদের মধ্যে কিছু একটা চলছে, কিন্তু কেউ কিছু বলছে না—পুরো ব্যাপারটাই ঢাক ঢাক গুড় গুড়।"
অর্থাৎ, লুকোচুরি বা গোপনীয়তা বোঝাতে এই বাগধারাটি ব্যবহার করা হয়।

0
Updated: 2 months ago