A
দৈন্যতা প্রশংসনীয় নয়
B
দীনতা প্রশংসনীয় নয়
C
দৈন্যতা অপ্রসংসনীয়
D
দৈন্যতা নিন্দনীয়
উত্তরের বিবরণ
সঠিক উত্তর- দীনতা প্রশংসনীয় নয়

0
Updated: 1 day ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 2 weeks ago
A
তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
B
দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
C
সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল।
D
সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।
• শুদ্ধ বাক্য: দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ-
• তোমার গোপনীয় কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
• সলজ্জ হাসি হেসে মেয়েটি উত্তর দিল।
• সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করা উচিত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 week ago
A
আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
B
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত
C
আবশ্যকীয় ব্যয়ে কার্পন্য অনুচিত
D
আবশ্যক ব্যয়ে কার্পন্য অনুচিত
আবশ্যক মানে হলো ― যা অত্যন্ত জরুরি, অপরিহার্য, প্রয়োজনীয়।
-
আবশ্যকীয় শব্দটি প্রমিত বাংলা অভিধান অনুযায়ী ব্যবহারযোগ্য নয়; এটি অপ্রচলিত ও অশুদ্ধ রূপ।
-
কার্পণ্য অর্থ কৃপণতা, অতি কঞ্জুসি।
-
কার্পন্য শব্দটিও অশুদ্ধ, এর সঠিক রূপ হলো কার্পণ্য।
তাই শুদ্ধ বাক্য হবে:
“আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।”

0
Updated: 1 week ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 week ago
A
আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
B
তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
C
তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
D
সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
শুদ্ধ ও অশুদ্ধ বাক্য
কোনো বাক্য শুদ্ধ কি না তা বোঝার জন্য আমাদের শব্দের ব্যবহার, ক্রিয়ার রূপ এবং অর্থ ঠিকমতো ব্যবহার হয়েছে কি না তা খেয়াল রাখতে হবে। উদাহরণ হিসেবে নিচের কিছু বাক্য দেখা যাক:
-
শুদ্ধ বাক্য:
তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
-
অশুদ্ধ বাক্য ও তাদের শুদ্ধ রূপ:
-
অশুদ্ধ: আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
শুদ্ধ: আপনি সপরিবারে আমন্ত্রিত।
(“স্বপরিবারে” ভুল, সঠিক শব্দ হলো “সপরিবারে”) -
অশুদ্ধ: তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
শুদ্ধ: তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই।
(অর্থের সঙ্গে মিল রেখে “মুগ্ধ” নয়, “মুগ্ধ নই” হওয়া উচিত। অন্যভাবে বলা যায়: “তোমার পরশ্রীকাতরতায় আমি বিরক্ত/ব্যাথিত”) -
অশুদ্ধ: সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
শুদ্ধ: তিনি সেদিন থেকে আর সেখানে যান না।
(ক্রিয়ার রূপ “যায় না” ভুল; “যান না” হওয়া উচিত কারণ শ্রদ্ধাবাচক)
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago