A
চালান
B
পণ্যাগার
C
শুল্ক
D
বিনিয়োগ
উত্তরের বিবরণ
Invoice হলো ব্যবসা-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ নথি। এটি ক্রেতা ও বিক্রেতার মধ্যে লেনদেনের প্রমাণস্বরূপ দেওয়া হয়, যেখানে বিক্রিত পণ্য বা সেবার মূল্য, পরিমাণ, তারিখ, শর্তাবলী ইত্যাদি উল্লেখ থাকে। বাংলায় এর পারিভাষিক রূপ হলো চালান।
-
চালান: ক্রয়-বিক্রয় লেনদেনের কাগজ বা রশিদ, যা Invoice এর যথার্থ বাংলা প্রতিশব্দ।
-
পণ্যাগার: যেখানে পণ্য মজুদ থাকে, অর্থাৎ গুদামঘর। Invoice এর সাথে সম্পর্কিত নয়।
-
শুল্ক: আমদানি-রপ্তানির উপর সরকারের আরোপিত কর।
-
বিনিয়োগ: মুনাফার আশায় অর্থ, সম্পদ বা শ্রম ব্যয় করা।
তাই, Invoice = চালান।

0
Updated: 1 day ago
‘গায়ে হলুদ’ কোন সমাসের উদাহরণ?
Created: 4 days ago
A
তৎপুরুষ সমাস
B
বহুব্রীহি সমাস
C
কর্মধারয় সমাস
D
দ্বন্দ্ব সমাস
'গায়ে হলুদ' বহুব্রাহী সমাসের উদাহরণ। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।

0
Updated: 4 days ago
নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?
Created: 2 days ago
A
শুকনো
B
সাথে
C
জুতা
D
বুনো
জুতা - জুতা, সহিত - সাথে, বন্য - বুনো, শুষ্ক - শুকনো।

0
Updated: 2 days ago
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
Created: 2 weeks ago
A
ফলা
B
কার
C
ধ্বনি
D
অক্ষর
স্বরবর্ণের এবং কতগুলো ব্যঞ্জনবর্ণের দুটি রুপ রয়েছে। স্বরবর্ণ যখন নিরপেক্ষ বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়,অর্থাৎ কোন বর্ণের সঙ্গে যুক্ত হয় না, তখন এর পূর্ণরূপ লেখা হয়। একে বলা হয় প্রাথমিক বা পূর্নরূপ। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। এর অপর নাম সংক্ষিপ্ত স্বর। কার ১০ টি।

0
Updated: 2 weeks ago