• 'ঞ' বর্ণের উচ্চারণ:
-
নিজস্ব ধ্বনি নেই।
-
স্বতন্ত্র ব্যবহারে [অঁ]-এর মতো উচ্চারিত হয়।
-
সংযুক্ত ব্যঞ্জনে [ন্]-এর মতো উচ্চারিত হয়।
উদাহরণ:
-
মিঞা → [মিয়াঁ]
-
চঞ্চল → [চন্চল্]
-
গঞ্জ → [গন্জা]
A
অনুস্বার
B
দ্বিত্ব
C
মহাপ্রাণ
D
তালব্য
উত্তরের বিবরণ
চ-বর্গীয় ধ্বনির আগে যদি ত- -বর্গীয় ধ্বনি আসে তাহলে, ত-বর্গীয় ধ্বনি লোপ হয় এবং চ-বর্গীয় ধ্বনির দ্বিত্ব হয়। অর্থাৎ ত-বর্গীয় ধ্বনি ও চ-বর্গীয় ধ্বনি পাশাপাশি এলে প্রথমটি লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনিটি দ্বিত্ব হয়। যেমন— নাত + জামাই =নাজ্জামাই (ত্ + জ, জ্জ), বদ্ + জাত =বজ্জাত, হাত + ছানি = হাচ্ছানি ইত্যাদি।
0
Updated: 1 day ago
কোনটি দন্ত্য ধ্বনি?
Created: 1 week ago
A
ণ
B
প
C
ত
D
চ
দন্ত্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলে। তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
0
Updated: 1 week ago
কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই?
Created: 1 week ago
A
ম
B
য
C
র
D
ঞ
0
Updated: 1 week ago
'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' গ্রন্থের রচয়িতা -
Created: 1 month ago
A
মুহম্মদ আবদুল হাই
B
মুহম্মদ শহীদুল্লাহ্
C
মুনীর চৌধুরী
D
মুহম্মদ এনামুল হক
0
Updated: 1 month ago