'Book Post' এর পারিভাষিক রূপ কোনটি?
A
ডাকঘর
B
খোলা ডাক
C
উপবিধি
D
লেখস্বত্ব
উত্তরের বিবরণ
পারিভাষিক অর্থে ‘Book Post’ হলো এমন এক ধরনের ডাকপ্রেরণ ব্যবস্থা, যেখানে পাঠানো জিনিসটি ডাকঘরে বুক বা রেকর্ড করে প্রেরণ করা হয়।
সাধারণ ডাকপত্রের মতো নয়, বরং এটি ‘খোলা ডাক’ বা রেজিস্টার্ড ডাকের মতো ট্র্যাক করা যায়। মূলত বই, কাগজপত্র বা নথি পাঠানোর জন্য ব্যবহৃত হয়।
-
ক) ডাকঘর → এটি শুধুই ডাক প্রেরণের স্থান।
-
খ) খোলা ডাক → Book Post-এর সঠিক পারিভাষিক রূপ।
-
গ) উপবিধি → আইন বা নিয়মের অংশ।
-
ঘ) লেখস্বত্ব → Copyright সম্পর্কিত বিষয়।
তাই সঠিক উত্তর খ) খোলা ডাক।

0
Updated: 1 month ago
'Glossary' শব্দের বাংলা পরিভাষা-
Created: 1 month ago
A
জ্ঞাপনপত্র
B
সর্বসাকল্যে
C
শব্দার্থপঞ্জি
D
গুদামজাত
‘Glossary’ শব্দটি একটি বিশেষ্য, যার অর্থ বাংলায় টীকাপুঞ্জ বা শব্দার্থপঞ্জি। এটি সাধারণত এমন একটি তালিকা যেখানে পরিভাষায় ব্যবহৃত বা অপ্রচলিত শব্দগুলোর ব্যাখ্যা দেওয়া থাকে। একে টীকাগ্রন্থ বা শব্দকোষও বলা যায়।
-
Glossary (noun): টীকাপুঞ্জ, শব্দার্থপঞ্জি, ব্যাখ্যাবিশিষ্ট শব্দের তালিকা, টীকাগ্রন্থ বা শব্দকোষ
-
Hand out: জ্ঞাপনপত্র
-
Collectively / In all / In total: সর্ব-সাকল্যে
কিছু পারাভাষিক শব্দ হলো
-
Hand-bill: ইশতেহার বা প্রচারপত্র
-
Paragraph: অনুচ্ছেদ
-
Pamphlet: পুস্তিকা
-
Notification: প্রজ্ঞাপন
-
Broadcast: সম্প্রচার
-
Advertisement: বিজ্ঞাপন

0
Updated: 1 month ago
'Amplitude' এর বাংলা পরিভাষা -
Created: 2 weeks ago
A
শিষ্টাচার
B
নীতিবিদ্যা
C
শালীনতা
D
বিস্তার
-
Amplitude – বিস্তার
-
Modesty – শালীনতা
-
Ethics – নীতিবিদ্যা
-
Etiquette – শিষ্টাচার

0
Updated: 2 weeks ago