কোন বানানটি শুদ্ধ?
A
স্বায়ত্ত্বশাসন
B
শ্রদ্ধাঞ্জলী
C
দারিদ্রতা
D
উপর্যুক্ত
উত্তরের বিবরণ
সঠিক উত্তর- উপর্যুক্ত

0
Updated: 1 month ago
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে কোনটি শুদ্ধ?
Created: 2 months ago
A
পুরষ্কার
B
নিষ্প্রভ
C
নিষ্পন্দ
D
নিষ্তব্ধ
✅ শুদ্ধ বানান
-
নিষ্প্রভ (অর্থ: প্রভাহীন, অনুজ্জ্বল)
-
পুরস্কার (অশুদ্ধ: পুরষ্কার)
-
নিস্পন্দ (অশুদ্ধ: নিষ্পন্দ)
-
নিস্তব্ধ (অশুদ্ধ: নিষ্তব্ধ)
📌 বানানের নিয়ম (বিসর্গ + ধ্বনি → ‘স’ বা ‘ষ’)
১. বিসর্গ + অ-ধ্বনি → সাধারণত ‘স’ যুক্ত হয়
উদাহরণ:
-
পুরঃ + কার → পুরস্কার
-
নমঃ + কার → নমস্কার
-
তিরঃ + কার → তিরস্কার
-
বনঃ + পতিঃ → বনস্পতি
২. বিসর্গ + ই-ধ্বনি → সাধারণত ‘ষ’ যুক্ত হয়
উদাহরণ:
-
বহিঃ + কার → বহিষ্কার
-
নিষ্ + কলঙ্ক → নিষ্কলঙ্ক
-
পরিঃ + স্পষ্ট → পরিষ্কার
-
নিষ্ + ফল → নিষ্ফল
-
নিষ্ + প্রভ → নিষ্প্রভ
-
জ্যোতিঃ + স্ক → জ্যোতিষ্ক
৩. তবে স্প / স্ত / স্থ থাকলে → ‘ষ’ হয় না
উদাহরণ:
-
নিস্পন্দ (না যে নিষ্পন্দ)
-
নিস্তব্ধ (না যে নিষ্তব্ধ)
-
দুস্থ (না যে দুষ্থ)
👉 অর্থাৎ, সহজভাবে মনে রাখার কৌশল:
-
অ-যুক্ত → স
-
ই-যুক্ত → ষ
-
স্প / স্ত / স্থ → স (না যে ষ)

0
Updated: 2 months ago
__________ না করলে হয়তো সে সত্য কথাটা বলত না।
Created: 3 weeks ago
A
পীড়াপীড়ী
B
পিড়াপীড়ি
C
পীড়াপীড়ি
D
পীড়াপিড়ি
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘পীড়াপীড়ি’ হলো শুদ্ধ বানান।
‘পীড়াপীড়ি’ শব্দের অর্থ:
-
বারবার অনুরোধ-উপরোধ বা চাপ প্রয়োগ।
অন্য কিছু শুদ্ধ বানান হলো—
-
অপকর্শ (সঠিক বানান) → অপকর্ষ
-
অন্যমনষ্ক → অন্যমনস্ক
-
অন্যপুর্বা → অন্যপূর্বা
-
জাজ্জ্বল্যমান → জাজ্বল্যমান
-
প্রোজ্বলিত → প্রজ্বলিত
-
শ্বাশত → শাশ্বত

0
Updated: 3 weeks ago
কোন বানানটি অশুদ্ধ?
Created: 1 week ago
A
ফণী
B
নির্নিমেষ
C
গভর্ণর
D
চক্ষুষ্মান
‘গভর্ণর’ শব্দটি একটি বিদেশি (অতৎসম) শব্দ। অতএব, প্রমিত বাংলা বানান অনুসারে এর শুদ্ধ রূপ হবে ‘গভর্নর’— এখানে ‘ণ’ নয়, ‘ন’ ব্যবহার করা সঠিক।
প্রমিত বাংলা বানানের নিয়ম:
-
অতৎসম শব্দে ‘ণ’ ব্যবহার করা হয় না।
-
এই নিয়ম বিদেশি, আরবি, ফারসি বা ইংরেজি উৎসের শব্দের ক্ষেত্রেও প্রযোজ্য।
উদাহরণ:
-
অঘ্রান
-
ঝরনা
-
গভর্নর
-
হর্ন
উল্লেখ্য, প্রদত্ত অন্যান্য শব্দগুলোর বানান শুদ্ধ।

0
Updated: 1 week ago