শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
A
দৈন্যতা প্রশংসনীয় নয়
B
দীনতা প্রশংসনীয় নয়
C
দৈন্যতা অপ্রসংসনীয়
D
দৈন্যতা নিন্দনীয়
উত্তরের বিবরণ
সঠিক উত্তর- দীনতা প্রশংসনীয় নয়
0
Updated: 1 month ago
শুদ্ধ বাক্য নির্ণয় করুন-
Created: 4 weeks ago
A
অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
B
সূর্য পূর্বদিকে উদয় হয়।
C
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
D
ক্ষমা একটি মহানগুণ।
বাংলা ভাষার শুদ্ধ ও অশুদ্ধ বাক্য ব্যবহারের ক্ষেত্রে যথাযথ শব্দচয়ন খুবই গুরুত্বপূর্ণ। নিচে কয়েকটি উদাহরণসহ শুদ্ধ ও অশুদ্ধ বাক্য তুলে ধরা হলো।
-
শুদ্ধ বাক্য: বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
-
ভুল বাক্য: অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
শুদ্ধ বাক্য: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়। -
ভুল বাক্য: পূর্বদিকে সূর্য উদয় হয়।
শুদ্ধ বাক্য: পূর্বদিকে সূর্য উদিত হয়। -
ভুল বাক্য: ক্ষমা একটি মহানগুণ।
শুদ্ধ বাক্য: ক্ষমা একটি মহৎ গুণ।
উৎস:
0
Updated: 4 weeks ago
নিম্নে কোন বাক্যটি সঠিক?
Created: 4 weeks ago
A
দুর্বলবশত তিনি আসতে পারেননি।
B
এটা লজ্জ্বাকর ব্যাপার।
C
তাহার জীবন সংশয়ময়।
D
তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।
বাংলা ভাষায় সঠিকভাবে বাক্য গঠন করার জন্য শুদ্ধ ও অশুদ্ধ ব্যবহারের পার্থক্য জানা জরুরি। নিচে কিছু শুদ্ধ ও অশুদ্ধ বাক্যের উদাহরণ দেওয়া হলো—
-
শুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।
অশুদ্ধ ও শুদ্ধ বাক্যের উদাহরণ:
-
অশুদ্ধ: দুর্বলবশত তিনি আসতে পারেননি → শুদ্ধ: দুর্বলতাবশত তিনি আসতে পারেননি
-
অশুদ্ধ: এটা লজ্জ্বাকর ব্যাপার → শুদ্ধ: এটা লজ্জাকর ব্যাপার
-
অশুদ্ধ: তাহার জীবন সংশয়ময় → শুদ্ধ: তাহার জীবন সংশয়পূর্ণ
0
Updated: 4 weeks ago
কোনটি শুদ্ধ?
Created: 1 month ago
A
হ্ + ঋ = হ্র
B
হ্ + র = হ্র
C
হ্ + স = হ্র
D
হ্ + য = হ্র
• শুদ্ধ যুক্তবর্ণের গঠন:
-
হ্ + র = হ্র
• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
হ্ + ঋ = হৃ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ণ = হ্ণ
-
হ্ + ন = হ্ন
0
Updated: 1 month ago