A
দ্বন্দ্ব সমাস
B
দ্বিগু সমাস
C
কর্মধারয় সমাস
D
অব্যয়ীভাব সমাস
উত্তরের বিবরণ
মুজিববর্ষ এর ব্যাসবাক্য মুজিবের স্মরণে যে বর্ষ। বাসবাক্যর মধ্যের পদ লোপ পেয়ে যে পদ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।

0
Updated: 1 day ago
‘অনেক’ শব্দটি –
Created: 1 month ago
A
অলুক তৎপুরুষ
B
উপপদ তৎপুরুষ
C
নঞ তৎপুরুষ
D
নিত্য সমাস
না বাচক নঞ্ অব্যয় (ন, না, নেই, নাই, নয় ইত্যাদি) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন, নয় এক = অনেক, ন আচার = অনাচার, নাই মিল = গরমিল, ন কাল = অকাল, নয় সৃষ্টি = অনাসৃষ্টি, ন বিশ্বাস = অবিশ্বাস।

0
Updated: 1 month ago
'দুধে-ভাতে' - কোন সমাস?
Created: 6 days ago
A
একশেষ দ্বন্দ্ব
B
বহুপদী দ্বন্দ্ব
C
অলুক দ্বন্দ
D
মিলনার্থক দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব:
যে দ্বন্দ্বে সমাসে কোনো সমস্যাজনক পদের বিভক্তি ঘটে না, তাকে অলুক দ্বন্দ্ব বলা হয়।
উদাহরণ:
-
দুধে ও ভাতে → দুধে-ভাতে
-
জলে ও স্থলে → জলে-স্থলে
-
দেশে ও বিদেশে → দেশে-বিদেশে
-
হাতে ও কলমে → হাতে-কলমে
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 6 days ago
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
Created: 4 days ago
A
সংস্কৃত
B
আরবি
C
ফারসি
D
ইংরেজি
বাংলা ভাষায় সমাসের ব্যবহার সংস্কৃত ব্যাকরণের প্রভাবেই এসেছে। সমাস প্রাচীন সংস্কৃত ব্যাকরণে পাণিনির "অষ্টাধ্যায়ী" গ্রন্থে বিশেষভাবে আলোচিত হয়েছে।

0
Updated: 4 days ago