A
√মুচ্ + ক্তি
B
√মুহ্ + ক্তি
C
√মুক্ + ক্তি
D
√মৃচ্ + ক্তি
উত্তরের বিবরণ
‘মুক্তি’ - এর সঠিক প্রকৃতি - প্রত্যয় মুচ্ + ক্তি। ধাতুর শেষে ‘চ/জ’ থাকলে তা ‘ক’ হয়। যেমন - √বচ + ক্তি = উক্তি, √মুচ + ক্তি = মুক্তি, √ভজ + ক্তি = ভক্তি

0
Updated: 1 day ago
'কণ্টক + ইত = কণ্টকিত' কোন প্রত্যয়?
Created: 2 days ago
A
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
B
বাংলা তদ্ধিত প্রত্যয়
C
সংস্কৃত কৃৎ প্রত্যয়
D
বাংলা কৃৎ প্রত্যয়
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
-
প্রধান তদ্ধিত প্রত্যয়: ষ্ণ, ফি, ফ্য, ফিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ঈন, তর, তম, তা, ত্ব, নীন, নীয়, বতুপ্, বিন্, র, ল প্রভৃতি।
-
এই প্রত্যয় যোগে গঠিত শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
ইত-প্রত্যয় (উপকরণজাত বিশেষণ গঠনে)
-
কুসুম + ইত = কুসুমিত
-
তরঙ্গ + ইত = তরঙ্গিত
-
কণ্টক + ইত = কণ্টকিত
-
-
ইমন্-প্রত্যয় (বিশেষ্য গঠনে)
-
নীল + ইমন = নীলিমা
-
মহৎ + ইমন = মহিমা
-
-
ইল্-প্রত্যয় (উপকরণজাত বিশেষণ গঠনে)
-
পঙ্ক + ইল্ = পঙ্কিল
-
ঊর্মি + ইল = ঊর্মিল
-
ফেন + ইল্ = ফেনিল
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)

0
Updated: 2 days ago
কোন নির্দেশকটি বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয়?
Created: 1 week ago
A
টা
B
পাটি
C
টি
D
খানা
পদাশ্রিত নির্দেশক
-
কোনো পদের পরে যুক্ত হয়ে নির্দিষ্টতা প্রকাশ করে।
-
বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় ইংরেজি Definite Article "The"-এর সমতুল্য।
প্রত্যয়/অব্যয় উদাহরণ:
-
টা, টি, খানা, খানি, টুকু ইত্যাদি।
বিশেষ শব্দ:
-
তা → দশ তা কাগজ দাও।
-
পাটি → আমার একপাটি জুতো ছিঁড়ে গেছে।

0
Updated: 1 week ago
‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 11 hours ago
A
মনু + ষ্ণ
B
মনু + অব
C
মা + নব
D
মান + অব
'মানব' শব্দের প্রকৃতি ও প্রত্যয় 'মনু + ষ্ণ' । এটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এরুপ - যাদব (যদু + ষ্ণ), শৈশব (শিশু + ষ্ণ), কৈশোর (কিশোর + ষ্ণ)

0
Updated: 11 hours ago