‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ –
A
প্রতি+বর্তন
B
প্রতিঃ+বর্তন
C
প্রতি+আবর্তন
D
প্রতিঃ+আবর্তন
উত্তরের বিবরণ
তৎসম শব্দের স্বরসন্ধির ক্ষেত্রে, ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে ‘য’ বা য(য) ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। যেমন: প্রতি + আবর্তন = প্রত্যাবর্তন। ই-কার + আ = য-ফলা + আ-কার।

0
Updated: 1 month ago
সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম-
Created: 1 month ago
A
সমাস
B
সন্ধি
C
প্রকৃতি
D
কারক
• সন্ধি:
- সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
যেমন
- আশা + অতীত = আশাতীত।
- হিম + আলয় = হিমালয়।
• সন্ধির উদ্দেশ্য:
- সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা এবং
- ধ্বনিগত মাধুর্য সম্পাদন। যেমন- 'আশা' ও
- 'অতীত' উচ্চারণে যে আয়াস প্রয়োজন, 'আশাতীত' তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়।
- সেরূপ 'হিম আলয়' বলতে যেরূপ শোনা যায়, 'হিমালয়' তার চেয়ে সহজে উচ্চারিত এবং শ্রুতিমধুর।

0
Updated: 1 month ago
‘ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
ব্য+অর্থ
B
বি+অর্থ
C
ব্যা+অর্থ
D
ব+অর্থ
“ব্যর্থ” শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো - বি + অর্থ। ব্যর্থ শব্দের অর্থ বৃথা, বিফল, নিষ্ফল। সংস্কৃত বি এর সাথে অর্থযক্ত হয়ে শব্দটি গঠিত।

0
Updated: 1 month ago
'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ কোনটি?
Created: 4 weeks ago
A
টঙ্কার
B
শিঞ্জন
C
ঝংকার
D
মন্দ্র
বাদ্যযন্ত্রের ধ্বনি কে এক কথায় বলা হয় ঝংকার।
• অন্যান্য ধ্বনির এক কথায় প্রকাশ:
-
ধনুকের ধ্বনি – টঙ্কার
-
অলঙ্কারের ধ্বনি – শিঞ্জন
-
গম্ভীর ধ্বনি – মন্দ্র
• গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন / এক কথায় প্রকাশ:
-
ঘোড়ার ডাক – হ্রেষা
-
হরিণের চামড়া – অজিন
-
ময়ূরের ডাক – কেকা
-
পাখির ডাক – কূজন
-
হাতির গর্জন – বৃংহিত

0
Updated: 4 weeks ago