‘পড়াশোনায় মন দাও’ বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
A
কর্তায় ৭মী
B
কর্মে ৭মী
C
অপাদানে ৭মী
D
অধিকরণে ৭মী
উত্তরের বিবরণ
ক্রিয়াপদকে ধরে কোথায়, কোন স্থান্ কখন, কোন সময্ কবে, কোন বিষয়ে বা ব্যাপারে এই প্রকার প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। এখানে 'পড়াশোনায় মন দাও' বাক্যে 'কোথায় বা কোন বিষয়ে মন দাও? এর উত্তরে পাওয়া যাবে 'পড়াশোনায়'। সুতরাং এটি অধিকরণ কারক। আবার এটির সাথে 'য়' থাকায় এটি সপ্তমী বিভক্তি।

0
Updated: 1 month ago
‘পাপে বিরত থাকো’ – কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
অপাদান কারকে সপ্তমী বিভক্তি
B
করণ কারকে সপ্তমী বিভক্তি
C
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
D
কর্মকারকে সপ্তমী বিভক্তি
'পাপে বিরত থাকো'- অপাদান কারকে সপ্তমী বিভক্তি । হতে, থেকে - থাকলে অপাদান কারক হয়। আবার যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত রক্ষিত ও ভীত প্রকাশক বাক্য অপাদান কারক হয়।

0
Updated: 1 month ago
‘জিজ্ঞাসিব জনে জনে’- এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 2 months ago
A
করণে ৭মী
B
কর্মে ৭মী
C
অপাদানে ৭মী
D
অধিকরণে ৭মী
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কাকে বলে। কর্ম দুপ্রকার: মুখ্যকর্ম গৌণকর্ম। যেমন: বাবা আমাকে (গৌণকর্ম) একটি কলম (মুখ্যকর্ম) কিনে দিয়েছেন। সপ্তমী বিভক্তির আকৃতি (একবচনে) এ, (য়), য়, তে, এতে। (বহুবচনে) দিগে, দিগেতে, গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে।

0
Updated: 2 months ago
‘তিলে তৈল হয়’- ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
কর্মকারকে ৭মী
B
অপাদানকারকে ৭মী
C
করণ কারকে ৭মী
D
অধিকরণ কারকে
প্রদত্ত বাক্যে 'তিলে তৈল হয়' দ্বারা অপাদান কারকে সপ্তমী বিভক্তি বুঝানো হয়েছে। যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরাম্ভ, দূরীভূত, ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। এছাড়া ক্রিয়াকে 'কোথা হতে' বা 'কিসের হাতে' দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়। কোথা হতে তৈল হয় প্রশ্ন করলে তিল হতে উত্তর পাওয়া যায়।

0
Updated: 1 month ago