A
রজকা
B
রজকী
C
রজকিনী
D
রজকানী
উত্তরের বিবরণ
রজক শব্দের অর্থ হলো ধোপা (যিনি কাপড় ধৌত করেন)।
-
বাংলায় অনেক পুরুষবাচক শব্দের স্ত্রীলিঙ্গ রূপ গঠিত হয় -িনী প্রত্যয় যোগে।
যেমন –-
ব্রাহ্মণ → ব্রাহ্মণী
-
রাজক → রাজকিনী
-
রজক → রজকিনী
-
অন্যগুলো ভুল কারণ—
-
রজকা: বাংলা ব্যাকরণে নেই।
-
রজকী: স্ত্রীবাচক রূপ হিসেবে প্রচলিত নয়।
-
রজকানী: অপ্রচলিত এবং ব্যাকরণসম্মত নয়।
তাই সঠিক উত্তর: রজকিনী।

0
Updated: 1 day ago
ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী – নিচের কোন নিয়মে হয়েছে?
Created: 1 month ago
A
আ + ঈ = এ
B
অ + ঈ = এ
C
আ + ই = এ
D
অ + ই = এ
এখানে, ঢাকা শব্দের শেষের আ এবং ঈশ্বরী শব্দের প্রথমের ঈ ধ্বনি মিলিত হয়ে এ ধ্বনিতে পরিবর্তিত হয়েছে, যার ফলে শব্দটি হয়েছে ঢাকেশ্বরী।

0
Updated: 1 month ago
সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?
Created: 5 days ago
A
দ্বিগু
B
অব্যয়ীভাব
C
বহুবীহি
D
কর্মধারয়
সংখ্যাবাচক শব্দ + বিশেষ্য = দ্বিগু সমাস

0
Updated: 5 days ago
বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?
Created: 1 day ago
A
পদ
B
রূপ
C
শব্দমূল
D
ধ্বনি
ধ্বনি: ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম উচ্চারণযোগ্য একক। কিন্তু এটি বাক্যের ক্ষুদ্রাংশ নয়, ভাষার মৌলিক ধ্বনিগত একক।
-
শব্দমূল: শব্দের মূল ভিত্তি বা উৎপত্তি, কিন্তু এটি বাক্যের অংশ নয়।
-
রূপ: শব্দের আকার বা রূপান্তর বোঝায়।
-
পদ: বাক্যের ক্ষুদ্রাংশকে বলা হয় পদ। এক বা একাধিক পদ মিলেই একটি পূর্ণাঙ্গ বাক্য গঠিত হয়। যেমন –
-
আমি (পদ) ভাত (পদ) খাই (পদ)।
-
অতএব, বাক্যের ক্ষুদ্রাংশ = পদ।

0
Updated: 1 day ago