‘মুক্তি’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
A
√মুচ্ + ক্তি
B
√মুহ্ + ক্তি
C
√মুক্ + ক্তি
D
√মৃচ্ + ক্তি
উত্তরের বিবরণ
‘মুক্তি’ - এর সঠিক প্রকৃতি - প্রত্যয় মুচ্ + ক্তি। ধাতুর শেষে ‘চ/জ’ থাকলে তা ‘ক’ হয়। যেমন - √বচ + ক্তি = উক্তি, √মুচ + ক্তি = মুক্তি, √ভজ + ক্তি = ভক্তি

0
Updated: 1 month ago
প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়?
Created: 1 month ago
A
কৃৎ প্রত্যয়
B
তদ্ধিত প্রত্যয়
C
বাংলা কৃৎ প্রত্যয়
D
সংস্কৃত কৃৎ প্রত্যয়
তদ্ধিত 'য' প্রত্যয় এবং প্রাতিপদিকের অক্ষর লোপ
বাংলা ভাষার ব্যাকরণের নিয়ম অনুযায়ী, যখন তদ্ধিত ‘য’ প্রত্যয় কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়, তখন প্রাতিপদিকের শেষ অক্ষর যদি অ, আ, ই, ঈ ইত্যাদি হয়, তা লোপ পায়। অর্থাৎ, শেষের অক্ষর মুছে গিয়ে নতুন রূপ তৈরি হয়।
উদাহরণসমূহ:
-
সম্ + য → সাম্য
-
কবি + য → কাব্য
-
মধুর + য → মাধুর্য
-
প্রাচী + য → প্রাচ্য
-
প্রচুর + য → প্রাচুর্য
এভাবে, ‘য’ প্রত্যয় যুক্ত হওয়ার সময় মূল শব্দের শেষ অক্ষর পরিবর্তিত বা লোপ পেতে পারে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ

0
Updated: 1 month ago
নী-প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
বাঘিনী
B
জেলেনী
C
গোয়ালিনী
D
মেথরানী
বাংলা ভাষায় স্ত্রীবাচক বা নারীবাচক শব্দ গঠনে বিভিন্ন প্রত্যয় ব্যবহার করা হয়। এর মধ্যে নী, আনী এবং ইনী প্রত্যয়ের ব্যবহার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নিচে নিয়ম ও উদাহরণ দেওয়া হলো।
-
নী/নি প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ
-
জেলে → জেলেনী
-
-
আনী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ
-
চাকর → চাকরানী
-
মেথর → মেথরানী
-
-
ইনী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ
-
কাঙাল → কাঙালিনী
-
গোয়ালা → গোয়ালিনী
-
বাঘ → বাঘিনী
-

0
Updated: 1 month ago
নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
Created: 2 months ago
A
প্রলয়
B
খণ্ডিত
C
নিঃশ্বাস
D
অনুপম
• বিশেষ নিয়মে ‘ক্ত’ কৃৎ-প্রত্যয় যোগে গঠিত শব্দ:
ক্ত- প্রত্যয় যুক্ত হলে নিন্মলিখিত ধাতুর অন্ত্যস্বর ‘ই’-কার হয়।
যেমন:
• √পঠ + ক্ত; √পঠ +ই + ত্ = পঠিত।
এরূপ-
• √ক্ষুধ্ + ত = ক্ষুধিত।
• √খণ্ড্ + ত্ = খণ্ডিত।
• √ব্যাথ্ + ত্ = ব্যথিত।
• √শিক্ষ্ + ত = শিক্ষিত।
অন্যদিকে,
• ‘প্রলয়’ শব্দটি তৎসম উপসর্গ ‘প্র’ যোগে গঠিত।
• বিসর্গ সন্ধি যোগে গঠিত শব্দ- নিঃ + শ্বাস = নিঃশ্বাস।
• তৎসম উপসর্গ ‘অনু’ যোগে গঠিত শব্দ অনুপম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago