A
গোপন চুক্তি
B
বৃহৎ ব্যাপার
C
অবিলম্বে
D
দীর্ঘস্থায়ী
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় ‘পত্রপাঠ’ শব্দটি ব্যবহৃত হয় কোনো কাজ বা সিদ্ধান্ত বিলম্ব না করে সঙ্গে সঙ্গে করার অর্থে।
যেমন:
-
“সে পত্রপাঠ রাজি হলো।” → সে কোনো দেরি না করে সাথে সাথে রাজি হলো।
-
“আদেশ পত্রপাঠ কার্যকর করতে হবে।” → আদেশ অবিলম্বে কার্যকর করতে হবে।
অন্য অপশনগুলোর সাথে এর সম্পর্ক নেই:
-
গোপন চুক্তি → এটি বোঝায় না।
-
বৃহৎ ব্যাপার → ‘পত্রপাঠ’-এর মানে নয়।
-
দীর্ঘস্থায়ী → এর বিপরীত অর্থ হয়।
তাই সঠিক উত্তর গ) অবিলম্বে।

0
Updated: 1 day ago
'হাড়হদ্দ' বাগ্ধারার অর্থ কী?
Created: 6 days ago
A
ভরপুর
B
সবকিছু
C
সর্বস্বান্ত হওয়া
D
গভীরভাবে
হাড়হদ্দ অর্থ: সবকিছু।
বাক্য: তোমার হাড়হদ্দ সবই আমার জানা আছে।-
হাড়ে হাড়ে অর্থ: গভীরভাবে।
-
পথে বসা অর্থ: সর্বস্বান্ত হওয়া।
-
টইটম্বুর অর্থ: ভরপুর।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 6 days ago
‘পুকুর চুরি’ বাগধারাটির অর্থ-
Created: 1 week ago
A
অবাস্তব বস্তু
B
বড়ো ধরনের চুরি
C
পুকুর চুরি করা
D
লোপাট
কাঁঠালের আমসত্ত্ব বাগধারার অর্থ - অবাস্তব বস্তু, পুকুর চুরি বাগধারার অর্থ - বেপরোয়া চুরি বা বড় ধরনের চুরি।

0
Updated: 1 week ago
‘চক্ষুদান করা’ বাগধারার অর্থ কী?
Created: 1 month ago
A
চুরি করা
B
সেবা করা
C
অপরাধ করা
D
নষ্ট করা
‘চক্ষুদান করা’ বাগধারাটির অর্থ = চুরি করা উদাহরণ- আমার পেনসিল টা আবার কে চক্ষুদান করল? আরও কিছু বাগ্ধারা- চোখের চামড়া/পর্দা = চক্ষুলজ্জা। চোখের বালি = চক্ষুশূল। চক্ষু চড়ক গাছ= বিস্ময়ে চোখ বড় হয়ে যাও। চোখ কপালে তুলা= বিস্মিত হও। চোখ নাচা= শুভাশুভের লক্ষণ।

0
Updated: 1 month ago