A
প্রথা অনুসারে
B
যা প্রার্থনা
C
বিখ্যাত
D
যা পুঁতে রাখা হচ্ছে
উত্তরের বিবরণ
‘প্রথিত’ শব্দটি সংস্কৃত মূল থেকে আগত। এর অর্থ হলো –
-
সুপ্রতিষ্ঠিত
-
প্রসিদ্ধ
-
খ্যাত
-
সুপরিচিত
যেমন আমরা বলি – “প্রথিতযশা কবি” অর্থাৎ খ্যাতিমান কবি।
অন্য বিকল্পগুলো অর্থের সঙ্গে মেলে না:
-
ক) প্রথা অনুসারে → এটা ‘প্রথাগত’ শব্দের অর্থ।
-
খ) যা প্রার্থনা → এটা ‘প্রার্থিত’ শব্দের অর্থ।
-
ঘ) যা পুঁতে রাখা হচ্ছে → এটা ‘প্রোথিত’ শব্দের অর্থ।
তাই সঠিক উত্তর: গ) বিখ্যাত

0
Updated: 1 day ago
'অভিরাম' শব্দের অর্থ কী?
Created: 1 day ago
A
বিরামহীন
B
বালিশ
C
চলন
D
সুন্দর
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী:
-
অভিরাম অর্থ সুন্দর।
-
অবিরাম অর্থ অনবরত, বিরামহীন।
-
উপাধান অর্থ বালিশ।
-
চলন অর্থ গমন বা ভ্রমণ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 day ago
"বাতায়ন পাশে গুবাক তরুর সারি।" - কাজী নজরুল ইসলামের এ কবিতায় 'গুবাক' শব্দের অর্থ কী?
Created: 2 weeks ago
A
নারিকেল
B
খেজুর
C
সুপারি
D
ঝাউ
কাজী নজরুল ইসলাম ও “চক্রবাক” কাব্যগ্রন্থ
-
কাজী নজরুল ইসলাম রচিত চক্রবাক কাব্যগ্রন্থের অন্যতম কবিতা: “বাতায়ন পাশে গুবাক তরুর সারি”।
-
এখানে ‘গুবাক’ শব্দের অর্থ হলো সুপারি।
-
কবিতাটি প্রেমের কাব্য।
কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
অগ্নিবীণা (কবির প্রথম কাব্যগ্রন্থ)
-
সঞ্চিতা
-
মরুভাস্কর
-
চিত্তনামা
-
ছায়ানট
-
বিষের বাশী
-
সন্ধ্যা
-
দোলন চাপা
-
জিন্জির
-
চক্রবাক
-
প্রলয়শিখা
-
ফণিমনসা
-
সর্বহারা
-
সিন্ধু হিন্দোল
-
ভাঙ্গার গান
-
ঝিঙে ফুল
-
সাম্যবাদী
গুবাক / গূবাক (বিশেষ্য)
-
সুপারি (উদাহরণ: “বিশ্বাসে গুবাক পান খান তার হাতে” – ঘনরাম চক্রবর্তী)
-
সুপারি গাছ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি অভিধান

0
Updated: 2 weeks ago
Phoneme শব্দের অর্থ –
Created: 2 days ago
A
শব্দমূল
B
নাম প্রকৃতি
C
রূপ
D
ধ্বনিমূল
ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশকে বা একককে বলা হয় ধ্বনিমূল বা phoneme। এই ধ্বনিমূল বা phoneme থেকেই ধ্বনিতত্ত্বের নাম হয়েছে Phonology।

0
Updated: 2 days ago