A
কমা
B
কোলন
C
হাইফেন
D
ড্যাস
উত্তরের বিবরণ
সম্বোধনের পর কমা বসবে। যেমন: রশিদ, এদিকে এসো। বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে।

0
Updated: 1 day ago
নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
Created: 1 month ago
A
ডিসেম্বর ১৬, ১৯৭১
B
২৬ মার্চ, ১৯৯১
C
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
D
পয়লা বৈশাখ, চৌদ্দশো একুশ
বাক্যে 'কমা' বসানোর বিভিন্ন নিয়মের মধ্যে একটি নিয়ম হলো মাসের তারিখ লিখতে বার ও মাসের পর 'কমা' বসাতে হয়।

0
Updated: 1 month ago
লেখার সময় বিশ্বামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?
Created: 4 days ago
A
বিশ্রাম চিহ্ন
B
বিরাম চিহ্ন
C
বিভাজন চিহ্ন
D
সাংস্কৃতিক চিহ্ন
লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বিরাম চিহ্ন বলে। বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব,
যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। বাংলা ভাষায় ২০টির মতো যতিচিহ্ন রয়েছে। এদের মধ্যে বাক্যশেষে ব্যবহার্য যতিচিহ্ন ৪টি; বাক্যের ভিতরে ব্যবহার্য ১০টি এবং বাক্যের আগে পরে ব্যবহার্য ৬টি।

0
Updated: 4 days ago
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
Created: 1 month ago
A
দাড়ি (।)
B
কোলন (:)
C
সেমিকোলন (;)
D
ড্যাস (-)

0
Updated: 1 month ago