'দিব তোমা শ্রদ্ধা ভক্তি।' - বাক্যে 'তোমা' কোন কারক?
A
কর্ম
B
কর্তা
C
অধিকরণ
D
সম্প্রদান
উত্তরের বিবরণ
সম্প্রদান কারক
যাকে কোনো কিছু দান বা সাহায্য করার জন্য স্বত্ব পরিত্যাগ করে কিছু দেওয়া হয়, তাকে সম্প্রদান কারক বলা হয়। দানের সঙ্গে সম্প্রদানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে কোনো কিছু দেওয়া হলেও যদি তা পরে ফেরত নেওয়া হয়, তাহলে সেটি আর সম্প্রদান কারক হয় না।
উদাহরণ:
-
সৎপাত্রে কন্যা দান কর।
-
সমিতিতে চাঁদা দাও।
-
অন্ধজনে দেহ আলো।
-
দিব তোমা শ্রদ্ধা ভক্তি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 3 months ago
ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়েছে?
Created: 1 week ago
A
ধ্বনিতত্ত্বে
B
অর্থতত্ত্বে
C
বাক্যতত্ত্বে
D
রূপতত্ত্বে
এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

0
Updated: 1 week ago
'ডাক্তার ডাক'-কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 week ago
A
কর্তৃকারকে শূন্য বিভক্তি
B
কর্মকারকে শূন্য বিভক্তি
C
করণ কারকে শূন্য বিভক্তি
D
কোনোটিই নয়
যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তা কর্মকারক। যেমন: ডাক্তার ডাক। আর ডাক্তার এর সাথে কোনো বিভক্তি না থাকায় শূন্য বিভক্তি। তাই উত্তর কর্মে শূন্য বিভক্তি।

0
Updated: 1 week ago
গাড়ি ‘স্টেশন’ ছাড়ল- এখানে ‘স্টেশন’ কোন কারকের কোন বিভক্তি?
Created: 2 weeks ago
A
কর্মকারকে শূণ্য বিভক্তি
B
অধিকরণ কারকের শূণ্য
C
অপাদান কারকের শূণ্য
D
করণ কারকের শূণ্য
যা থেকে কিছু গৃহীত, বিচ্যুত, জাত, বিরত, রক্ষিত হয় তাকে যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। যেমন - গাড়ি স্টেশন ছাড়ে। এখানে স্টেশন অপাদানে শূন্য বিভক্তি।

0
Updated: 2 weeks ago