‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে?
A
ত্বরিৎকর্মা
B
কর্মবীর
C
কর্মপটু
D
কর্মনিষ্ঠ
উত্তরের বিবরণ
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ
নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ = জুগুপ্সা
জানার ইচ্ছা এক কথায় প্রকাশ = জিজ্ঞাসা
যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ = দেদীপ্যমান
পাখির ডাক এক কথায় প্রকাশ = কূজন
সাদরে গ্রহণ এক কথায় প্রকাশ = বরণ
হরিণের চামড়া এক কথায় প্রকাশ = অজিন
যা সহজে পাওয়া যায় না এক কথায় প্রকাশ = দুর্লভ বা দুষ্প্রাপ্য
অক্ষির সম্মুখে এক কথায় প্রকাশ = প্রত্যক্ষ
ডালিমের কুড়ি এক কথায় প্রকাশ = আনারকলি

0
Updated: 1 month ago
'লাভ করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ -
Created: 1 week ago
A
ঈপ্সা
B
জুগুপ্সা
C
জিঘাংসা
D
লিপ্সা
• 'লাভ করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ - লিপ্সা।
অন্যদিকে,
- 'গোপন করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ - জুগুপ্সা।
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায়- ঈপ্সা।
- 'হনন করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - জিঘাংসা।

0
Updated: 1 week ago
যে উপকারীর অপকার করে –
Created: 1 month ago
A
কৃতজ্ঞ
B
অকৃতজ্ঞ
C
কৃতঘ্ন
D
অকৃতঘ্ন
যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন। যে উপকারীর উপকার স্বীকার করে না - অকৃতঘ্ন। যে উপকারীর উপকার স্বীকার করে - কৃতজ্ঞ।

0
Updated: 1 month ago
'ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে' এক কথায় কী বলে?
Created: 1 month ago
A
দূরগামী
B
ভবিতব্য
C
দূরদর্শী
D
দূরদর্শন
বাংলা ভাষায় কিছু বিশেষ শব্দের অর্থ নির্দিষ্ট এবং এক কথায় প্রকাশযোগ্য। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দ ও তাদের অর্থ দেওয়া হলো।
-
‘ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে’
-
এক কথায়: দূরদর্শী
-
-
‘দূরে গমন করে এমন’
-
অর্থ: দূরগামী
-
-
‘ঘটবেই এমন’
-
অর্থ: ভবিতব্য
-
-
উল্লেখযোগ্য তথ্য
-
‘দূরদর্শন’ শব্দের অর্থ: বিদ্যুৎ-চুম্বকীয় তরঙ্গবাহিত ছবি ও শব্দ গ্রাহক যন্ত্রবিশেষ
-

0
Updated: 1 month ago