এক কথায় প্রকাশ
-
উত্তর দিক সম্পর্কিত → উদীচ্য
-
উল্লেখ করা হয় না যা → ঊহ্য
-
উদ্গিরণ করা হয়েছে এমন → উদ্গীর্ণ
-
উপকার করার ইচ্ছা → উপচিকীর্ষা
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি?
A
উক্ত
B
বাচ্য
C
ভবিতব্য
D
বক্তব্য
উত্তরের বিবরণ
যা বলা হবে = বক্তব্য। বলা হয়েছে এমন = উক্ত। ভাগ্য বা নিয়তি ভবিতব্য। অনুমান করা হয়েছে এমন অনুমিত।
0
Updated: 1 month ago
'অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো-
Created: 4 months ago
A
সমক্ষ
B
পরোক্ষ
C
প্রত্যক্ষ
D
নিরপেক্ষ
‘অক্ষির অভিমুখে’ অর্থাৎ চোখের দিকে বা সরাসরি সামনে থাকা বোঝাতে প্রত্যক্ষ শব্দটি ব্যবহৃত হয়।
‘অক্ষির অগোচরে’ অর্থাৎ চোখ থেকে দূরে বা গোপনে কিছু ঘটার ক্ষেত্রে পরোক্ষ শব্দটি ব্যবহৃত হয়।
যখন কাউকে পক্ষপাতদুষ্ট নয়, নিরপেক্ষ বা কোন পক্ষের সমর্থক নয় বোঝাতে নিরপেক্ষ শব্দটি ব্যবহৃত হয়।
উল্লেখ্য, এই শব্দসমূহের ব্যুৎপত্তি ও ব্যবহারের ব্যাখ্যা পাওয়া যায় বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান এবং ড. সৌমিত্র শেখরের গ্রন্থ ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’ থেকে।
এই শব্দগুলো ভাষাকে সংক্ষিপ্ত ও প্রাঞ্জল করে তুলতে সাহায্য করে।
0
Updated: 4 months ago
'ওষ্ঠাধর' - বলতে কী বোঝায়?
Created: 1 month ago
A
ওষধি থেকে উৎপন্ন
B
ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে
C
ওষ্ঠ ও অধর
D
ওষ্ঠের দ্বারা উচ্চারিত
'ওষ্ঠ ও অধর' এক কথায়: ওষ্ঠাধর
অন্য উদাহরণ:
ওষ্ঠের দ্বারা উচ্চারিত: ঔষ্ঠ্য
ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে: তুলাদণ্ড
ওষধি থেকে উৎপন্ন: ঔষধ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
’উত্তর দিক সম্পর্কিত’- এর এক কথায় প্রকাশ-
Created: 1 month ago
A
উপচিকীর্ষা
B
ঊহ্য
C
উদীচ্য
D
উদ্গীর্ণ
0
Updated: 1 month ago