A
পদ
B
রূপ
C
শব্দমূল
D
ধ্বনি
উত্তরের বিবরণ
ধ্বনি: ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম উচ্চারণযোগ্য একক। কিন্তু এটি বাক্যের ক্ষুদ্রাংশ নয়, ভাষার মৌলিক ধ্বনিগত একক।
-
শব্দমূল: শব্দের মূল ভিত্তি বা উৎপত্তি, কিন্তু এটি বাক্যের অংশ নয়।
-
রূপ: শব্দের আকার বা রূপান্তর বোঝায়।
-
পদ: বাক্যের ক্ষুদ্রাংশকে বলা হয় পদ। এক বা একাধিক পদ মিলেই একটি পূর্ণাঙ্গ বাক্য গঠিত হয়। যেমন –
-
আমি (পদ) ভাত (পদ) খাই (পদ)।
-
অতএব, বাক্যের ক্ষুদ্রাংশ = পদ।

0
Updated: 1 day ago
চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়?
Created: 1 week ago
A
বিশেষ্য
B
অনুসর্গ
C
অব্যয়
D
উপসর্গ
চলিত ভাষাতে অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়। অনুসর্গগুলো প্রাতিপদিক এর পরে ব্যবহার হয়। চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত রূপে ব্যবহার হয়। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সহজতর রূপ লাভ করে।

0
Updated: 1 week ago
কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়?
Created: 1 week ago
A
ইশারা বা অঙ্গভঙ্গি
B
অর্থদ্যোতকতা
C
মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি
D
জনসমাজের ব্যবহার যোগ্যতা
ভাষার মূল উপাদান ধ্বনি। ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। আবার ধ্বনি সৃষ্টি হয় বাগযন্ত্রের দ্বারা। মানুষের কন্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠন কে ভাষা বলে।
গলনালি, মুখবিবর, কন্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে বাকযন্ত্র বলে। ইশারা বা অঙ্গভঙ্গির সাহাযে মনের ভাব সম্পুর্ণ রূপে প্রকাশ পাই না। তাই এটি ভাষার অন্তর্ভুক্ত নয়।

0
Updated: 1 week ago
ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
Created: 2 days ago
A
আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
B
একদা ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
C
চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
D
প্রভাতে উঠিল রবি লোহিত বরণ
যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে৷ ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমীও বলা হয়ে থাকে৷ যেমন - সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়, হাসিতে মুক্তা ঝরে, জলে কুমির, ডাঙায় বাঘ৷

0
Updated: 2 days ago