নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
A
জেঠী
B
পাগলী
C
বেঙ্গামী
D
সৎমা
উত্তরের বিবরণ
নিত্য স্ত্রী বাচক শব্দ - সধবা, বিধবা, স্বপত্নী, সতীন, ডাইনি, বাঁইজি, কলঙ্কিনী, শাকচুন্নি, কুলটা, অসর্ম্পস্যা, অন্তস্বত্তা, সৎমা, এঁয়ো, সুজলা, সুফলা, রূপসী, অঅর্ধাঙ্গিনী।

0
Updated: 1 month ago
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কী বলে?
Created: 1 month ago
A
ব্যাসবাক্য
B
সমস্যমান পদ
C
সমস্তপদ
D
উত্তরপদ
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম সমস্যমান পদ। সমাস এর পরিভাষা পাঁচটি। সমস্যমান পদ, ব্যাসবাক্য, সমস্তপদ, পূর্বপদ, পরপদ। সমাস যুক্তপ্রদেশ প্রথম অংশকে পূর্বপদ বলে। সমাস যুক্ত পদের পরবর্তী অংশকে পরপদ বলে।
সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদ কে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে বলা হয় ব্যাসবাক্য।

0
Updated: 1 month ago
'কেঁচে গণ্ডূষ' বাগ্ধারাটি কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
বিপজ্জনক পরিণতি
B
অপটু
C
নতুন করে আরম্ভ করা
D
অন্ধ অনুকরণ
বাংলা ভাষায় প্রচলিত অনেক বাগ্ধারা রয়েছে, যেগুলো অল্প কথায় গভীর অর্থ প্রকাশ করে। নিচে কয়েকটি বাগ্ধারার ব্যাখ্যা দেওয়া হলো—
-
কেঁচে গণ্ডূষ অর্থ নতুন করে আরম্ভ করা।
-
কেঁচো খুঁড়তে সাপ অর্থ অতি সামান্য কারণে বিপজ্জনক পরিণতির সম্মুখীন হওয়া।
-
কাঁচা হাত অর্থ অপটু বা অভিজ্ঞতাহীন ব্যক্তি।
-
গড্ডলিকা-প্রবাহ অর্থ অন্ধভাবে অন্যকে অনুসরণ করা।
উৎস:

0
Updated: 1 month ago
"আমি বাংলা বিভাগের ছাত্র।" - বাক্যটির জটিল রূপ কোনটি?
Created: 3 weeks ago
A
আমি যে বাংলা বিভাগের ছাত্র, তা সবাই জানে।
B
আমার বিভাগের নাম বাংলা।
C
আমি যে বিভাগের ছাত্র তার নাম বাংলা।
D
আমি একটি বিভাগের ছাত্র এবং তার নাম বাংলা।
সঠিক উত্তর: গ) আমি যে বিভাগের ছাত্র তার নাম বাংলা।
ব্যাখ্যা:
মূল বাক্য: "আমি বাংলা বিভাগের ছাত্র।" — এটি একটি সরল বাক্য (একটি উদ্দেশ্য + একটি বিধেয়)।
জটিল বাক্যের বৈশিষ্ট্য:
-
একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকে।
-
সংযোজক শব্দ (যে, যা, যার, যেখানে ইত্যাদি) দ্বারা যুক্ত থাকে।
-
সাপেক্ষ সর্বনাম: যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যা-তা ইত্যাদি।
-
সাপেক্ষ যোজক: যদি-তবে, যেহু-সেহু, যখন-তখন, যত-তত, যেমন-তেমন ইত্যাদি।
এগুলো ব্যবহার করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করা যায়।
সুতরাং, এই উদাহরণে "আমি যে বিভাগের ছাত্র তার নাম বাংলা" একটি জটিল বাক্য।

0
Updated: 3 weeks ago