‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
A
শ্রবণ+অ
B
√শ্রী + অন
C
√শ্ৰু + অন
D
√শ্রব + অন
উত্তরের বিবরণ
অন - প্রত্যয়ান্ত শব্দগুলো সাধারণ ক্রিয়াবাচক বিশেষ্যরূপে ব্যবহৃত হয়। যেমন: শ্রবণ = √শ্রু + অন (কৃৎ প্রত্যয়)

0
Updated: 1 month ago
'শান্তি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Created: 4 weeks ago
A
√শাম্+ক্তি
B
√শম্+ক্তি
C
√শ্রু+ক্তি
D
√শ্যাম্+ক্তি
বাংলা ভাষায় কৃৎ-প্রত্যয় বিশেষভাবে শব্দ গঠনে ব্যবহৃত হয়, যা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে। বিশেষভাবে ক্তি-প্রত্যয়ের কিছু নিয়ম আছে যা ধাতুর পরিবর্তন বা উপধার বৃদ্ধি ঘটায়। নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়া হলো।
-
উদাহরণ: √শম্ + ক্তি = শান্তি
-
বিশেষ নিয়মে সাধিত কৃৎ-প্রত্যয়
-
ক্তি-প্রত্যয় যোগ করলে কোনো কোনো ধাতুর অন্ত ব্যঞ্জন লোপ পায়।
-
উদাহরণ:
-
√মন্ + ক্তি = মতি
-
√রম্ + ক্তি = রতি
-
-
-
কোনো কোনো ধাতুর উপধা অ-কারের বৃদ্ধি হয়, অর্থাৎ আ-কার যুক্ত হয়।
-
উদাহরণ:
-
√শ্রম্ + ক্তি = শ্রান্তি (সন্ধিসূত্রে ম > ন হয়)
-
√শম্ + ক্তি = শান্তি
-
-
-
-
নিপাতনে সিদ্ধ ধাতু
-
√গৈ + ক্তি = গীতি
-
√সিধ + ক্তি = সিদ্ধি
-
√বুধ + ক্তি = বুদ্ধি
-
√শিক্ + ক্তি = শক্তি
-
উৎস:

0
Updated: 4 weeks ago
'মেছো' শব্দের প্রকৃতি-প্রত্যয় কী?
Created: 2 months ago
A
মাছ + ও
B
মেছ + ও
C
মাছি + উয়া > ও
D
মাছ + উয়া > ও
মাছ + উয়া > ও = মাছুয়া > মেছো।
• তদ্ধিত প্রত্যয়ের নিয়ম:
(উয়া > ও) তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দগুলো হলো:
- গাছ + উয়া = গাছুয়া > গেছো;
- গাঁ + উয়া = গাঁউয়া > গেঁয়ো;
- ঝড় + উয়া = ঝড়ুয়া > ঝড়ো;
- বন + উয়া = বনুয়া > বউন্যা > বুনো;
- টাক + উয়া = টাকুয়া > টেকো;
- মাছ + উয়া = মাছুয়া > মেছো।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago
'সর্বাঙ্গীণ' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
Created: 1 month ago
A
সর্বঙ্গ + ঈন
B
সর্ব + অঙ্গীন
C
সর্ব + ঙ্গীন
D
সর্বাঙ্গ + ঈন
শব্দের প্রত্যয় ও তাৎপর্য
শব্দের উদাহরণ:
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী,
-
‘সর্বাঙ্গীণ’ শব্দের গঠন হলো সর্বাঙ্গ + ঈন।
-
অর্থ: সর্বাঙ্গব্যাপী (প্রতি দিকে ছড়িয়ে থাকা বা সব অংশে উপস্থিত)।
-
প্রত্যয় (Suffix):
-
শব্দ বা ধাতুর পরে এমন কিছু অংশ যুক্ত হলে যা নিজে কোনো অর্থ বহন করে না কিন্তু নতুন শব্দ তৈরি করে, সেটাকে প্রত্যয় বলে।
-
উদাহরণ:
-
বাঘ + আ → বাঘা
-
দিন + ইক → দৈনিক
-
দুল্ + অনা → দোলনা
-
কৃ + তব্য → কর্তব্য
-
তদ্ধিত প্রত্যয় (Taddhita Suffix):
-
কোনো শব্দের পরে যুক্ত প্রত্যয় যদি মূল শব্দের অর্থের সাথে নতুন অর্থ যোগ করে, তবে তাকে তদ্ধিত প্রত্যয় বলে।
-
তদ্ধিত প্রত্যয় দ্বারা তৈরি শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ।
-
উদাহরণ:
-
‘আ’ এবং ‘ইক’ হলো তদ্ধিত প্রত্যয়।
-
তাই ‘বাঘা’ ও ‘দৈনিক’ হলো তদ্ধিতান্ত শব্দ।
-
কৃৎপ্রত্যয় (Krit Suffix):
-
ধাতুর পরে যুক্ত যে প্রত্যয়গুলি মূল ক্রিয়ার অর্থকে নতুনভাবে বাস্তবায়িত করে, সেগুলোকে কৃৎপ্রত্যয় বলে।
-
কৃৎপ্রত্যয় দিয়ে তৈরি শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ।
-
উদাহরণ:
-
‘অনা’ এবং ‘তব্য’ হলো কৃৎপ্রত্যয়।
-
তাই ‘দোলনা’ ও ‘কর্তব্য’ হলো কৃদন্ত শব্দ।
-
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মাণ (৯ম–১০ম শ্রেণি, ২০২১).

0
Updated: 1 month ago