A
তেভাগা আন্দোলন
B
ভাষা আন্দোলন
C
মুক্তিযুদ্ধ
D
দেশভাগ
উত্তরের বিবরণ
মাহমুদুল হক
-
তিনি ১৯৪০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
-
১৯৭৭ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
-
তাঁর লেখার ধরন ও শব্দচয়ন ছিল খুবই নিখুঁত ও মনোমুগ্ধকর।
উপন্যাসসমূহ:
-
কালো বরফ – উপন্যাসে দেশবিভাগের গল্প প্রধানভাবে উঠে এসেছে।
-
জীবন আমার বোন – মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত।
-
খেলাঘর – মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনী।
-
অনুর পাঠশালা
-
নিরাপদ তন্দ্রা
-
অশরীরী
-
পাতালপুরী
-
মাটির জাহাজ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 day ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
Created: 2 weeks ago
A
ক্রীতদাসের হাসি
B
মাটি আর অশ্রু
C
হাঙর নদী গ্রেনেড
D
সারেং বউ
হাঙর নদী গ্রেনেড (উপন্যাস)
সেলিনা হোসেনের লেখা ‘হাঙর নদী গ্রেনেড’ মুক্তিযুদ্ধভিত্তিক একটি আবেগঘন ও প্রতিবাদী উপন্যাস। গল্পটি হলদী গ্রামের এক বয়স্ক নারীর জীবনকে কেন্দ্র করে গড়া। এই মা নিজের সন্তানদের মুক্তিযুদ্ধে অংশ নিতে উৎসাহিত করেন এবং একদিকে মুক্তিযোদ্ধাদের রক্ষা করার জন্য নিজের মানসিক প্রতিবন্ধী ছেলে পাকিস্তানি সেনাদের হাতে দেন।
উপন্যাসে মা ও দেশের জন্য তার আত্মত্যাগের মহিমা ফুটে ওঠে। এছাড়া, উপন্যাসে বর্ণিত গ্রামটি যেন মুক্তিযুদ্ধের প্রতীকী বাংলাদেশ হিসেবে উপস্থিত হয়।
উৎস: সেলিনা হোসেন, হাঙর নদী গ্রেনেড, সাহিত্য প্রকাশন, বাংলাদেশ।

0
Updated: 2 weeks ago
'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা?
Created: 1 month ago
A
নাটক
B
কাব্য
C
আত্মজৈবনিক উপন্যাস
D
গীতি কবিতার সংকলন
উদাসীন পথিকের মনের কথা
• ‘উদাসীন পথিক' এই ছদ্মনামে মীর মশাররফ হোসেন ব্যক্তিগত জীবনের পটভূমিতে স্বীয় পারিবারিক ইতিহাস ও সমসাময়িক বাস্তব ঘটনার চিত্র তুলে ধরেছেন এ গ্রন্থে।
• “উদাসীন পথিকের মনের কথা” (১৮৯০) কে প্রকৃতপক্ষে উপন্যাস বা আত্মজীবনীমূলক রচনা এর কোনোটাই বলা যায় না। বরং বলতে হয়, গ্রন্থটি লেখকের আত্মজীবননির্ভর কতিপয় বাস্তব ও কাল্পনিক ঘটনার মিশেল উপন্যাসসুলভ সাহিত্যিক উপস্থাপনা।
• এতে লেখকের পারিবারিক ইতিবৃত্ত বর্ণনা এবং নিজের মাতা-পিতাকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে চিত্রিত হতে দেখা যায়। উদাসীন পথিকের মনের কথায় হিন্দু-মুসলমানের যে মিলন-কামনা আছে, তার গভীর তাৎপর্য স্বীকার করতে হয়।
---------------------------
• মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়।
• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।
• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা,
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
'পদ্মরাগ' উপন্যাস কে রচনা করেছেন?
Created: 1 week ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন
C
শওকত ওসমান
D
বুদ্ধদেব বসু
• পদ্মরাগ (উপন্যাস):
-
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস।
-
এটি প্রথম মুসলিম রচিত উপন্যাস।
-
এই উপন্যাসে মুসলিম সমাজের অন্তর্নিহিত ক্লেদ এমনভাবে উন্মোচিত হয়েছে, যা কোনো হিন্দু লেখকের পক্ষে সম্ভব ছিল না।
-
অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও এই উপন্যাসের গুরুত্ব রয়েছে।
রোকেয়া সাখাওয়াত হোসেন:
-
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে।
-
বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয়।
-
মুসলিম মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও অধিকার আদায়ের লক্ষ্যে তিনি ১৯১৬ সালে প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি।
-
তাঁর ইংরেজি গ্রন্থ Sultana’s Dream তিনি নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে।
-
এটি একটি প্রতীকধর্মী রচনা, যেখানে বর্ণিত Lady Land বা ‘‘নারীস্থান’’ মূলত রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতিচ্ছবি।
উল্লেখযোগ্য রচনা:
-
মতিচূর
-
Sultana’s Dream
-
পদ্মরাগ
-
অবরোধবাসিনী
এছাড়া তিনি অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গরচনা ও অনুবাদ রচনা করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 week ago