বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?
A
পদ
B
রূপ
C
শব্দমূল
D
ধ্বনি
উত্তরের বিবরণ
ধ্বনি: ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম উচ্চারণযোগ্য একক। কিন্তু এটি বাক্যের ক্ষুদ্রাংশ নয়, ভাষার মৌলিক ধ্বনিগত একক।
-
শব্দমূল: শব্দের মূল ভিত্তি বা উৎপত্তি, কিন্তু এটি বাক্যের অংশ নয়।
-
রূপ: শব্দের আকার বা রূপান্তর বোঝায়।
-
পদ: বাক্যের ক্ষুদ্রাংশকে বলা হয় পদ। এক বা একাধিক পদ মিলেই একটি পূর্ণাঙ্গ বাক্য গঠিত হয়। যেমন –
-
আমি (পদ) ভাত (পদ) খাই (পদ)।
-
অতএব, বাক্যের ক্ষুদ্রাংশ = পদ।

0
Updated: 1 month ago
’আমি আজ জ্বর জ্বর বোধ করছি।’-এ বাক্যে ’জ্বর জ্বর’ কোন অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
কালের বিস্তার
B
পৌন:পুনিকতা
C
সামান্য
D
আধিক্য
বাংলা ভাষায় দ্বিরুক্ত শব্দ হলো সেই শব্দ, পদ বা অনুকার শব্দ যা পরপর দুইবার ব্যবহৃত হলে সম্প্রসারিত বা ভিন্ন অর্থ প্রকাশ করে। একবার ব্যবহৃত হলে তা সাধারণ অর্থ বহন করে, কিন্তু দুইবার ব্যবহারে অর্থের প্রসার ঘটে।
-
সামান্য অর্থে:
-
উদাহরণ: আমি আজ জ্বর জ্বর বোধ করছি।
-
-
আধিক্য অর্থে:
-
উদাহরণ: রাশি রাশি ধন, ধামা ধামা ধান।
-
-
পরস্পরতা বা ধারাবাহিকতা অর্থে:
-
উদাহরণ: তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ। তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।
-
-
ক্রিয়া বিশেষণ অর্থে:
-
উদাহরণ: ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়।
-
উৎস:

0
Updated: 1 month ago
বিপরীতার্থে ‘পরা’ উপসর্গ যুক্ত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
পরাকাষ্ঠা
B
পরাক্লান্ত
C
পরায়ণ
D
পরাভব
বিপরীত অর্থে 'পরা' উপসর্গ ব্যবহৃত হয়েছে - পরাজয়, পরাভব৷ আতিশয্য অর্থে 'পরা' উপসর্গ ব্যবহৃত হয়েছে - পরাকাষ্ঠ, পরায়ণ, পরাক্রান্ত৷

0
Updated: 1 month ago
সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়–
Created: 1 month ago
A
উপমান কর্মধারয়
B
রূপক কর্মধারয়
C
উপমিত কর্মধারয়
D
মধ্যপদলোপী কর্মধারয়
সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন— মুখচন্দ্র = মুখ চন্দ্রের ন্যায় (সাধারণ বৈশিষ্ট্য অনুপস্থিত)

0
Updated: 1 month ago