A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
প্যারীচাঁদ মিত্র
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরের বিবরণ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক এবং বাংলার নবজাগরণের একজন প্রধান ব্যক্তিত্ব।
-
তিনি ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
বাংলা আধুনিক উপন্যাসের জনক হিসেবে তাঁকে বিবেচনা করা হয়।
-
তাঁর প্রধান ত্রয়ী উপন্যাস: আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম।
-
বঙ্কিমচন্দ্র ‘সাম্য’ নামক প্রবন্ধ গ্রন্থও রচনা করেন।
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 day ago
‘নির্মোক’ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ?
Created: 1 month ago
A
পশুর খোলস
B
নির্মোহ লোক
C
নিমোক রাখার পাত্র
D
সাপের খোলস
“নির্মোক” শব্দের অর্থ হলো এমন একটি খোলস বা আবরণ যা সরীসৃপ (বিশেষ করে সাপ) শরীর থেকে ঝরে পড়ে। এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।

0
Updated: 1 month ago
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
Created: 1 week ago
A
ছোটগল্প
B
নাটক
C
কাব্য
D
উপন্যাস
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। ‘চর্যাপদ’ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন। যা বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন। চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা।

0
Updated: 1 week ago
'আলোছায়া' শব্দটি কোন সমাসের উদাহরণ?
Created: 1 week ago
A
তৎপুরুষ সমাস
B
দ্বন্দ্ব সমাস
C
কর্মধারয় সমাস
D
বহুব্রীহি সমাস
দ্বন্দ্ব সমাস
সংজ্ঞা
যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থ সমান প্রাধান্য পায়, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
বৈশিষ্ট্য
-
প্রতিটি পদের অর্থ সমানভাবে রক্ষিত হয়।
-
ব্যাসবাক্যে (পূর্ণ বাক্যে) “এবং / ও / আর” ইত্যাদি অব্যয় দ্বারা সম্পর্ক প্রকাশ পায়।
উদাহরণ
-
আলো + ছায়া → আলোছায়া (আলো ও ছায়া)
-
তাল + তমাল → তালতমাল (তাল ও তমাল)
-
দোয়াত + কলম → দোয়াতকলম (দোয়াত ও কলম)
-
মাতা + পিতা → মাতাপিতা (মাতা ও পিতা)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৮ সংস্করণ

0
Updated: 1 week ago