A
টিকটিকি
B
তেলেপোকা
C
উইপোকা
D
মাকড়সা
উত্তরের বিবরণ
ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায়- মাকড়সা।
--------------
• ঊর্ণনাভ, ঊর্ণনাভি ( বিশেষ্য) শব্দ:
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় - [√ঊর্ণ+অহমিয়া(অচ্) ]- [ঊর্ণ+নাভি; বহুব্রীহি সমাস]।
• শব্দের অর্থ:
- মাকড়সা ( ঊর্ণনাভ জাল বুনে চলে- আহসান হাবীব)।
• আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
অক্ষিব- সামুদ্রিক লবণ,
অকিঞ্চন- নিঃস,
অনিল- বাতাস,
অনূক- মূত্রস্থলী,
অনূপ- জলাশয়,
অনর্ঘ- অতি দামি,
ইনাম- পুরস্কার।
উৎস: বাংলা একাডেমি অভিগম্য অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 day ago
'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি' -চরণ দুটির রচয়িতা কে?
Created: 1 day ago
A
চণ্ডীচরণ মুনশী
B
কাজী নজরুল ইসলাম
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
মদনমোহন তর্কালঙ্কার
‘আমার পণ’ কবিতা ও মদনমোহন তর্কালঙ্কার
‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’—এই পঙ্ক্তিটি মদনমোহন তর্কালঙ্কারের ‘আমার পণ’ কবিতার অংশ।
মদনমোহন তর্কালঙ্কার সম্পর্কে তথ্য:
-
তিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিল্বগ্রামে।
-
পারিবারিক উপাধি ‘চট্টোপাধ্যায়’, কিন্তু পরিচিতি ‘তর্কালঙ্কার’ হিসেবে।
-
শিশু শিক্ষার জন্য লেখা তাঁর গ্রন্থ শিশু শিক্ষা (তিন খণ্ড, ১৮৪৯ ও ১৮৫৩) শিশুদের জন্য বিশেষ উপযোগী।
-
বিখ্যাত শিশুপাঠ্য ‘পাখী সব করে রব রাতি পোহাইল’ তাঁরই রচনা।
মৌলিক কাব্যগ্রন্থ:
-
রসতরঙ্গিণী (১৮৩৪)
-
বাসবদত্তা (১৮৩৬)
‘আমার পণ’ কবিতার ভাব:
কবিতায় কবি সকালে নিজেকে দৃঢ়সংকল্পের মাধ্যমে স্মরণ করান যে, সারাদিন ভালো কাজ করা, সকলকে ভালোবাসা, সহমর্মিতা, সততা, এবং শৃঙ্খলা বজায় রাখা—এই সব নিয়ম মেনে চলা উচিত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 1 day ago
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কী ধরনের রচনা?
Created: 1 month ago
A
ছোটগল্প
B
কাব্যনাটক
C
উপন্যাস
D
পত্রপন্যাস
পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য। এখানে মুক্তিযুদ্ধকে মহাকাব্যিক ব্যঞ্জনায় তুলে ধরা হয়েছে। নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি। তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্য নূরলদীনের সারাজীবন, এখানে এখন, গণনায়ক, বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
Created: 1 week ago
A
বঙ্গভাষা ও সাহিত্য
B
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
C
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
D
বাংলা সাহিত্যের কথা
ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং বাংলা সাহিত্য
ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষা ও সাহিত্য গবেষণায় এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তিনি ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। শহীদুল্লাহ ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক এবং ভাষাতত্ত্ববিদ।
শহীদুল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম.এ (১৯১২) ডিগ্রি অর্জন করেন এবং দু’বছর পর বি.এল (১৯১৪) ডিগ্রিও নেন। ১৯২৬ সালে তিনি উচ্চশিক্ষার জন্য ইউরোপে যান। তিনি বহুভাষাবিদ ছিলেন এবং ১৮টি ভাষা জানতেন, যার কারণে বিভিন্ন ভাষার জ্ঞানভাণ্ডারে সহজে প্রবেশ করতে পারতেন। বাংলার ভাষা ও সাহিত্য বিষয়ে তাঁর অবদান তাঁকে “জ্ঞানতাপস” এবং “চলিষ্ণু অভিধান” হিসেবে পরিচিত করেছে।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনি উল্লেখ করেছিলেন, “আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।”
ড. মুহম্মদ শহীদুল্লাহর ভাষা ও সাহিত্য বিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থ:
-
ভাষা ও সাহিত্য
-
বাঙ্গালা ব্যাকরণ
-
বাংলা সাহিত্যের কথা
-
বাংলা সাহিত্যের ইতিহাস
এছাড়া তিনি বাংলা একাডেমির ‘আঞ্চলিক ভাষার অভিধান’ সম্পাদনা করেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য ইতিহাসগ্রন্থ:
-
সুকুমার সেন: বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
-
মুহম্মদ এনামুল হক ও সৈয়দ আলী আহসান: বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (১৯৬৮)
-
আহমদ শরীফ: বাঙালি ও বাঙলা সাহিত্য
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 week ago