'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি' -চরণ দুটির রচয়িতা কে?
A
চণ্ডীচরণ মুনশী
B
কাজী নজরুল ইসলাম
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
মদনমোহন তর্কালঙ্কার
উত্তরের বিবরণ
‘আমার পণ’ কবিতা ও মদনমোহন তর্কালঙ্কার
‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’—এই পঙ্ক্তিটি মদনমোহন তর্কালঙ্কারের ‘আমার পণ’ কবিতার অংশ।
মদনমোহন তর্কালঙ্কার সম্পর্কে তথ্য:
-
তিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিল্বগ্রামে।
-
পারিবারিক উপাধি ‘চট্টোপাধ্যায়’, কিন্তু পরিচিতি ‘তর্কালঙ্কার’ হিসেবে।
-
শিশু শিক্ষার জন্য লেখা তাঁর গ্রন্থ শিশু শিক্ষা (তিন খণ্ড, ১৮৪৯ ও ১৮৫৩) শিশুদের জন্য বিশেষ উপযোগী।
-
বিখ্যাত শিশুপাঠ্য ‘পাখী সব করে রব রাতি পোহাইল’ তাঁরই রচনা।
মৌলিক কাব্যগ্রন্থ:
-
রসতরঙ্গিণী (১৮৩৪)
-
বাসবদত্তা (১৮৩৬)
‘আমার পণ’ কবিতার ভাব:
কবিতায় কবি সকালে নিজেকে দৃঢ়সংকল্পের মাধ্যমে স্মরণ করান যে, সারাদিন ভালো কাজ করা, সকলকে ভালোবাসা, সহমর্মিতা, সততা, এবং শৃঙ্খলা বজায় রাখা—এই সব নিয়ম মেনে চলা উচিত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'আমার সন্তান যেন থাকে দুধেভাতে।'—এই মনােবাঞ্ছাটি কার?
Created: 1 month ago
A
ভবানন্দের
B
ভাঁড়ুদত্তের
C
ঈশ্বরী পাটুনীর
D
ফুল্লরার
“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” উক্তিটি ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যের অমর প্রার্থনা, যা করে ঈশ্বরী পাটনী।
এই প্রার্থনাটি ঘটে যখন দেবী অন্নদা তার খেয়া নৌকায় নদী পার হয়ে বর চাইতে যান এবং ঈশ্বরী পাটনীকে অনুরোধ জানান।
-
অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা: ভারতচন্দ্র রায়গুণাকর, আঠারো শতকের বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবি।
-
কাব্যের রচনা: রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে রচিত।
-
অন্নদামঙ্গল কাব্যের তিনটি খণ্ড:
১. অন্নদামঙ্গল
২. বিদ্যাসুন্দর
৩. ভবানন্দ-মানসিংহ কাহিনী

0
Updated: 1 month ago
মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে?
Created: 1 month ago
A
বাক প্রত্যঙ্গ
B
অঙ্গধ্বনি
C
স্বরতন্ত্রী
D
নাসিকাতন্ত্র
মানবদেহে যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি সৃষ্টি করতে সহায়তা করে, তাদেরকে বাক-প্রত্যঙ্গ বলা হয়। এই বাক-প্রত্যঙ্গগুলোকে একত্রে বাগ্যন্ত্র নামে পরিচিত। বাগ্যন্ত্র হল সেই সকল অঙ্গ-প্রত্যঙ্গের সমষ্টি, যা ধ্বনি উচ্চারণে সরাসরি ভূমিকা রাখে। মানবদেহের উপরের অংশে ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত যে কোনো অঙ্গ ধ্বনি উৎপাদনে কাজে লাগে, তা বাগ্যন্ত্রের অন্তর্ভুক্ত।
বাগ্যন্ত্রের অংশগুলো:
-
ফুসফুস
-
শ্বাসনালী
-
স্বরযন্ত্র
-
জিভ
-
আলজিভ
-
তালু
-
মূর্ধা
-
দন্তমূল ও দন্ত
-
ওষ্ঠ
-
নাসিকা

0
Updated: 1 month ago
কোনটি পারিভাষিক শব্দ?
Created: 1 month ago
A
কলেজ
B
নথি
C
রেডিও
D
অক্সিজেন
পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। নথি - file অম্লজান - Oxygen উদযান - hydrogen তাই সঠিক উত্তর : নথি।

0
Updated: 1 month ago